বিধানসভা গেটের বাইরে ভ্যাকসিন কান্ডে ছাত্র পরিষদের বিক্ষোভ।
অধিবেশন চলাকালীন জাল প্রতিষেধক-কাণ্ডে বিধানসভার উত্তর ফটকের সামনে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। জাল প্রতিষেধক-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত এবং স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন। বিক্ষোভ তুলতে লাঠি চালায় পুলিশ। কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের প্রশ্ন, শাসক দল ও প্রশাসনের উচ্চ মহলের মদত ছাড়া কি এমন জাল প্রতিষেধকের শিবির চালাতে পারত ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব? প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগও তুলেছেন তাঁরা। পেট্রল, ডিজ়েল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ দিনই ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েলের দফতরের সামনে রাস্তায় কাঠের আগুন জ্বেলে রান্না শুরু করেন কংগ্রেস কর্মীরা। পুলিশ কয়েক জনকে গ্রেফতার করে লেক থানায় নিয়ে গেলে তার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নেতা তুলসী মুখোপাধ্যায়ের নেতৃত্বে কিছু ক্ষণ রাস্তাও অবরোধ হয়। পার্ক সার্কাসের কোয়েস্ট মলের সামনেও এ দিন জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রদীপ প্রসাদ, জাহিদ হোসেনদের নেতত্বে কংগ্রেস কর্মী-সমর্থকেরা বিক্ষোভে শামিল হন।