কোচবিহারে বামেদের বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র।
কে্ন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল বামেরা। বুধবার কোচবিহার শহরে কেন্দ্রে কৃষি আইন বাতিলের দাবি এবং কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় বিক্ষোভ মিছেল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ১২ই জুলাই কমিটির সদস্যরা।
পুরনো পোস্ট অফিসের মাঠ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে ওই মিছিল থামে কাছারি মোড়ের কাছে এসে। সেখানে কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত তিনটি কেন্দ্রীয় আইনের প্রতিলিপি পোড়ানো হয়। একই কর্মসূচী পালিত হয় দিনহাটা শহরেও। বুধবার বিকেলে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং ১২ জুলাই কমিটির আহ্বানে দিনহাটাতেও প্রতিবাদ মিছিল বের হয়।
শহীদ হেমন্ত বসু কর্নার থেকে চওড়া হাট পর্যন্ত এগোয় মিছিল। সেখানেও কেন্দ্রীয় কৃষি আইনে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা।