Cooch Behar

কোচবিহারে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বামেদের মিছিল পোড়ানো হল কৃষি আইনের প্রতিলিপি

একই কর্মসূচী পালিত হয় দিনহাটা শহরেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৬
Share:

কোচবিহারে বামেদের বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র।

কে্ন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল বামেরা। বুধবার কোচবিহার শহরে কেন্দ্রে কৃষি আইন বাতিলের দাবি এবং কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় বিক্ষোভ মিছেল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ১২ই জুলাই কমিটির সদস্যরা।

Advertisement

পুরনো পোস্ট অফিসের মাঠ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে ওই মিছিল থামে কাছারি মোড়ের কাছে এসে। সেখানে কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত তিনটি কেন্দ্রীয় আইনের প্রতিলিপি পোড়ানো হয়। একই কর্মসূচী পালিত হয় দিনহাটা শহরেও। বুধবার বিকেলে বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং ১২ জুলাই কমিটির আহ্বানে দিনহাটাতেও প্রতিবাদ মিছিল বের হয়।

শহীদ হেমন্ত বসু কর্নার থেকে চ‌ওড়া হাট পর্যন্ত এগোয় মিছিল। সেখানেও কেন্দ্রীয় কৃষি আইনে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement