আগামী রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা। ২০১২ সালে যাঁরা টেট পরীক্ষায় বসেছিলেন, তাঁদের সবাইকে এ বার পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি করে পরীক্ষার্থীদের একাংশ। কেরানিতলা-কালেক্টরেট মোড় রাস্তা কিছুক্ষণ অবরোধও করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এক সময়ে জানানো হয়েছিল, পুরনো পরীক্ষার্থীদের আর নতুন করে পরীক্ষায় বসার আবেদন করার প্রয়োজন নেই। পুরনো অ্যাডমিট কার্ড দেখিয়েই পরীক্ষায় বসা যাবে। পরে জানানো হয়, অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাকনলেজমেন্ট থাকা বাধ্যতামূলক। এর ফলেই সমস্যা দেখা দিয়েছে। কারণ, অনেকের কাছেই অ্যাকনলেজমেন্ট নেই। বিক্ষোভকারীদের দাবি, এ দিন প্রাথমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষও এসদুত্তর দিতে পারেননি। জানাতে পারেননি, অ্যাকনলেজমেন্ট ছাড়া ২০১২ সালের পরীক্ষার্থীদের সকলে পরীক্ষায় বসতে পারবেন কি না। বিক্ষোভকারীদের পক্ষে সুশান্ত পারিয়াল বলেন, “আমরা চাই, সকলকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেওয়া হোক। যাঁদের অ্যাকনলেজমেন্ট নেই, তাঁরাও পরীক্ষা দিক। পরীক্ষা দিতে না পারলে আমরা আদালতে মামলা করব।’’ অনভিপ্রেত ঘটনা এড়াতে সংসদ অফিসের সামনে এ দিন পুলিশ মোতায়েন করা হয়েছিল।