Bratya Basu

চুক্তিভিত্তিক শিক্ষকদের সমস্যা নিয়ে ব্রাত্যকে স্মারকলিপি, বিক্ষোভ শিক্ষক সংগঠনের

অভিযোগ, সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পুর ও নগরোন্নয়ন দফতরের ৩ হাজার ৬০০ শিক্ষক ও ৩৬ জন অ্যাকাডেমিক সুপারভাইজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ১৩:২৪
Share:

নিজস্ব চিত্র

ফের বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চুক্তিভিত্তিক শিক্ষকদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। জমা দিলেন স্মারকলিপি। সকালে ব্রাত্যর বাড়ির সামনে জড়ো হয়ে প্রথমে তাঁরা বাড়িতে প্রবেশ করে মন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানান। কিন্তু নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। এর পরেই কিছু দূরে গিয়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা।

Advertisement

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দ্রুত দেশে কার্যকর করা হবে জাতীয় শিক্ষানীতি। আর সেই নিয়ে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। স্মারকলিপিতে লিখেছেন, ‘সম্প্রতি রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বার্ষিক ৩ শতাংশ বৃদ্ধি ও ৩ লক্ষ টাকা অবসরকালীন ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পুর ও নগরোন্নয়ন দফতরের ৩ হাজার ৬০০ শিক্ষক ও ৩৬ জন অ্যাকাডেমিক সুপারভাইজার।’ এই দফতরের কর্মীদের শিক্ষা দফতরে নিয়ে আসার সিদ্ধান্ত হলেও তা আটকে আছে লাল সুতোর ফাঁসে। তাঁরা যাতে দ্রুত এই সুযোগ সুবিধা পান, সেই কথাই শিক্ষামন্ত্রীকে বলতে এসেছেন বলে জানান বিক্ষোভকারীরা।

Advertisement

এর আগে, গত রবিবার ‘চাকরি চাই’ স্লোগান তুলে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি ছিল, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement