এনআরসি-র প্রতিবাদে বিক্ষোভ

নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় বুধবার বিক্ষোভ-সভা করেছে সিপিআই (এম-এল) লিবারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ ০০:৩৭
Share:

এনআরসি-র প্রতিবাদে মৌলালি মোড়ে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করার প্রতিবাদে এবং ডিটেনশন ক্যাম্পগুলি বন্ধ করার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাল সিপিআই (এম-এল) লিবারেশন। নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বিভিন্ন জেলায় বুধবার বিক্ষোভ-সভা করেছে তারা। কলকাতায় প্রতিবাদ-সভা ছিল একাধিক।

Advertisement

মৌলালি মোড়ের বিক্ষোভ-সভায় নরেন্দ্র মোদী, অমিত শাহের কুশপুতুল পোড়ানো হয়। ওই সভায় ছিলেন লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, অতনু চক্রবর্তী, দিবাকর ভট্টাচার্যেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement