কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা। ফাইল চিত্র।
কলকাতা মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুর ১২টা ৬ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আগত মেট্রো রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক যুবক। সূত্রের খবর, চালকের তৎপরতায় ওই যুবককে প্রাণে বাঁচানো গিয়েছে। এই ঘটনার জেরে মেট্রো পরিষেবায় প্রভাব পড়েছে। আপাতত, পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এখন দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। ওই যুবককে আপাতত নিজেদের অধীনেই রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, আগামী এক ঘণ্টার মধ্যে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
দিন কয়েক আগেও এক মহিলা আত্মহত্যার চেষ্টাও বিফল করেছিল মেট্রো কর্তৃপক্ষ। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছিল। তবে ব্যস্ত সময় না-হওয়ায় এই ঘটনায় খুব একটা ভোগান্তির শিকার হতে হয়নি যাত্রীদের। তবে মঙ্গলবার কর্মব্যস্ত দিন থাকায় ভোগান্তি পোয়াতে হয়েছে নিত্যযাত্রীদের। কারণ মঙ্গলবার থেকেই সব সরকারি অফিসে পুজোর ছুটির পর খোলা হয়েছে। তাতেই ভোগান্তি বাড়ে যাত্রীদের।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।