TMC

পিএসি বৈঠকে নেই তৃণমূলের জনপ্রতিনিধিরা, মমতাকে নিশানা অধীরের

অধীর জানান, মুর্শিদাবাদ এবং কলকাতার বৈঠকগুলিতে কৃষি, শস্য বিমা, ব্যাঙ্ক, গ্রামীণ এলাকায় পানীয় জল-সহ মোট ১০টি বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisement

বহরমপুর নিজস্ব

সংবাদদাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২৩:৫৮
Share:

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব সংবাদদাতা

পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র বৈঠকে আমন্ত্রণ করা হলেও অনুপস্থিত তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতিরা। এই অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন পিএসি-র চেয়ারম্যান অধীর চৌধুরী। তাঁর কটাক্ষ, ‘দলের নির্দেশ’ পাননি বলেই উপস্থিত ছিলেন না তৃণমূলের জনপ্রতিনিধিরা।

Advertisement

বৃহস্পতিবার অধীর বলেন, ‘‘আমি তৃণমূলের সাংসদ, বিধায়কদের ডাকার কথা বলেছিলাম। কারণ তাঁরাও জনপ্রতিনিধি। তাঁদেরকেও সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।’’ এর পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পিএসি চেয়ারম্যান বলেন, ‘‘যেমন মুখ্যমন্ত্রী কোথাও যান। মুখ্যমন্ত্রী সেখানে ডাকেন না সেটা তাঁর ব্যাপার। তিনি তাঁর দলের লোকদের ডাকেন, আর কাউকে ডাকেন না। কিন্তু আমি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, সবাইকে ডাকতে চেয়েছিলাম। এই কারণে যে আমি কোনও সঙ্কীর্ণ রাজনীতি করতে চাই না। কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূলের কোনও সাংসদ, বিধায়ক তাঁর দলের নির্দেশ পাননি বলে আসেননি।’’ অধীরের তোপ, ‘‘পিএসি নিয়ে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কোনও জবাব দিতে না পেরে পাগলের প্রলাপ বকছে। বৈঠকে না আসতে পেরেছে ভাল কথা। কিন্তু কেউ আমন্ত্রণ করলে তাকে গালাগালি করতে নেই, এই ভদ্রতা তৃণমূলের নেতারা শিখলে আমি খুশি হব।’’

অধীর জানান, মুর্শিদাবাদ এবং কলকাতার বৈঠকগুলিতে কৃষি, শস্য বিমা, ব্যাঙ্ক, গ্রামীণ এলাকায় পানীয় জল-সহ মোট ১০টি বিষয়ে আলোচনা হয়েছে। বহরমপুরে ৩ দিন চলেছিল বৈঠক। তাঁর শহরের আতিথেয়তা দেখে পিএসি-র সদস্যরা মুগ্ধ বলেও দাবি করেছেন অধীর।

Advertisement

আরও পড়ুন: অভিষেকেই টার্গেট অভিষেকের কেন্দ্র, ডায়মন্ড হারবারেই প্রথম সভা শোভনের

আরও পড়ুন: ‘গ্ল্যাক্সো বেবি’র পাল্টা ‘পকেটমার’, ব্যক্তি লড়াইয়ে ফের কুণাল-শোভন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement