জোটের দৌলতে দীর্ঘ ১৫ বছর বাদে রাজ্যে কংগ্রেস আবার প্রধান বিরোধী দলের ভূমিকায়। বিধানসভার ভিতরে ও বাইরে কংগ্রেসের কর্তব্য ঠিক করতে কাল, রবিবার বৈঠক ডাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৈঠকে দলের বিধায়কদের পাশাপাশি জেলা সভাপতিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অধীর শুক্রবার বলেন, ‘‘আমরা বামেদের সঙ্গে জোট করে ভোট লড়েছি। ভোটের পরে তৃণমূল সন্ত্রাস করছে। বিধায়কদেরও আক্রমণ করছে। বৈঠকে বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে কথা বলে দলের কর্মসূচি ঠিক করব।’’ বিধানসভার আসন্ন অধিবেশনে সরকার পক্ষের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া নিয়ে বৈঠকে কথা হবে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সমন্বয় রেখেই প্রথম থেকে কাজ করছেন। কিন্তু বাম শরিকদের অবস্থান এখন কংগ্রেস সম্পর্কে বিরূপ। এই পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।