Adhir Ranjan Chowdhury

ট্রেনের জন্য অধীরের চিঠি

শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু ওই শাখায় ট্রেন এখনও পর্যাপ্ত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০০:১০
Share:

অধীর চৌধুরী। ফাইল চিত্র।

মুর্শিদাবাদ জেলার মানুষের যাতায়াতের সুবিধার জন্য ট্রেন পরিষেবা আরও বাড়ানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। চিঠিতে তিনি লিখেছেন, আনলক-পর্বে লোকাল ট্রেন পরিষেবা আবার চালু হলেও কাটোয়া-আজিমগঞ্জের মতো ব্যস্ত শাখায় এখনও ট্রেন চলছে না। এই রুটের অনেকটা অংশই পড়ে মুর্শিদাবাদ জেলায়। শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। কিন্তু ওই শাখায় ট্রেন এখনও পর্যাপ্ত নয়। লকডাউনের আগে যেমন ট্রেন চলত, সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনার দাবি করেছেন অধীরবাবু। পাশাপাশি তিনি জানিয়েছেন, তির্সা তোর্সা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ারে যাওয়ার পথে সালারে থামে কিন্তু শিয়ালদহের দিকে ফেরার সময়ে সেখানে দাঁড়ায় না। ডাউন তির্সা তোর্সার নিয়মিত স্টপ সালারে দেওয়ার দাবিও তুলেছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement