অধীর চৌধুরী।
সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট এখনও ভাঙেনি। বুধবার বিধান ভবনের সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেও পুরভোট নিয়ে বামেদের সঙ্গে সহমত হলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মঙ্গলবারই বামফ্রন্টের পক্ষ থেকে পুর ও নগরোন্নয়মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে দ্রুত পুরভোটের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছে। মঙ্গলবার যে স্মারকলিপি পুরমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, সেখানে রাজ্যের ১২৫টি পুরসভার মধ্যে ৬টি কর্পোরেশন, ২টি নোটিফায়েড এরিয়া-সহ ১১২টি পুর অঞ্চলে দ্রুত ভোট করানোর দাবি জানিয়েছে বামফ্রন্ট। এ প্রসঙ্গে অধীর বলেন, ‘‘সব কিছুর আগে আমি বলব স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। মানুষের জীবন নিয়ে যাতে ছিনিমিনি খেলা না হয়। ভোট আসবে যাবে। ভোট হলেও দেশ থাকবে, ভোট না হলেও থাকবে। ভোট হলেও এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকবে। কিন্তু মানুষের জীবন নিয়ে যেন কোনও ছিনিমিনি খেলা না হয়।’’
শুধু পুরভোটই নয়, রাজ্যের সাতটি বিধানসভার উপনির্বাচনও বাকি রয়েছে। বৃহস্পতিবার উপনির্বাচনের দাবিতে তৃণমূলের এক প্রতিনিধিদল মুখ্য নির্বাচন কমিশনের দফতরে যেতে পারে। বহরমপুরের সাংসদের কথায়, ‘‘গত বিধানসভা ভোটে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আবার শুরু হয়েছে নতুন করে। সকলের কাছে অনুরোধ, এ ক্ষেত্রে যেন বিশেষজ্ঞদের পরামর্শ যেন অবশ্যই নেওয়া হয়। কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে। আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞেরাই তেমন কথা বলছেন। বার বার সর্তক করছেন তাঁরা। ভোটের নামে যেন সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা না হয়।’’
পাশাপাশি অধীর বলেন, ‘‘২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে সিপিএমের সঙ্গে জোট হয়েছিল। এখন তা নিয়ে আলোচনা না হলেও, সেই জোট এখনও ভাঙেনি।’’