মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অধীরের

স্বাভাবিক ভাবেই অধীরের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩২
Share:

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।—ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতিপরায়ন’ বলে অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

Advertisement

বৃহস্পতিবার বারাসতে অধীর বলেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির দুর্নীতিতে সরাসরি যুক্ত। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান। ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তে মেট্রো ডেয়ারির শেয়ার, যা কি না মানুষের সম্পত্তি, তা জলের দরে বিক্রি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সেই কারচুপিতে জড়িত। তাঁকে জবাবদিহি করতে হবে।’’ অধীরের চ্যালেঞ্জ, আগামীদিনে তিনি আদালতেও এ কথা প্রমাণ করবেন। তাঁর আরও অভিযোগ, ‘‘বেসরকারি পুঁজির হাতে মেট্রো ডেয়ারির ৪৭ শতাংশ শেয়ার চুপিচুপি দরপত্র ডেকে বিক্রি করা হয়েছে।’’

স্বাভাবিক ভাবেই অধীরের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘যে যেমন সে নিজেকে তেমন দেখে। অধীর চৌধুরীর দুর্নীতি সকলে জানেন। তাঁর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যকে সততার সার্টিফিকেট নিয়ে রাজনীতি করতে হবে না। এখন দেখছি, অধীর বিজেপির ভাষায় কথা বলছেন। ডাল মে কুছ কালা নেই তো!’’

Advertisement

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘‘কংগ্রেস সিপিএম এখন বাংলায় ক্ষয়িষ্ণু। তাই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইছেন অধীররা। যা ওঁরা প্রমাণ করতে পারবেন না, তা বলে অপরাধ যেমন করছেন, বিজেপিকে বাড়তেও সাহায্য করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement