Pornography

New Town Porn Case: নিউটাউন পর্ন-কাণ্ডে ক্যামেরাম্যানের পর পুলিশের জালে অভিনেতা

পর্ন-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে স্নেহাশিসের নাম। বিভিন্ন নীলছবিতে স্নেহাশিস মূল অভিনেতা ছিলেন বলেও জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১২:৪৭
Share:

প্রতীকী ছবি

নিউটাউন পর্ন-কাণ্ডে দমদম থেকে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম স্নেহাশিস বল। ধৃত স্নেহাশিস পর্ন সিনেমায় অভিনেতার কাজ করতেন বলে তদন্তে উঠে এসেছে। এখনও পর্যন্ত এই কাণ্ডে মোট চার জনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। স্নেহাশিসকে জিজ্ঞাসাবাদ করে পর্ন-কাণ্ডের মূল মাথাদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Advertisement

এর আগে নিউটাউন পর্ন-কাণ্ডের সঙ্গে জড়িত শুভঙ্কর দে নামে একজনকে হুগলি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি ক্যামেরাম্যানের কাজ করতেন বলে জানা গিয়েছে। তার আগে দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে মৈনাক ঘোষ এবং নন্দিতা দত্ত গ্রেফতার হন। এঁদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে স্নেহাশিসের নাম। তিনি বিভিন্ন নীলছবির মূল অভিনেতা ছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। স্নেহাশিসকে জেরা করে পর্ন-কাণ্ডের সঙ্গে আর কারা জড়িত এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসত, তা জানার চেষ্টা করা হবে।

নিউটাউন পর্ন-কাণ্ডের জেরেই রাজ কুন্দ্রার সঙ্গে জুড়ে গিয়েছে কলকাতার নাম। কায়দা করে বালিগঞ্জের হোটেলে নিয়ে গিয়ে তাঁদের আপত্তিকর ভিডিয়ো তোলা হয়েছে, জানিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা ও তাঁর বান্ধবী। তাতেই পর্ন-কাণ্ড সামনে আসে। আরও কোনও মহিলাকে চাপ দিয়ে এমন ভিডিয়ো করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement