গ্রাফিক: শৌভিক দেবনাথ
কলকাতার সঙ্গেও জড়িয়ে গেল পর্ন-কাণ্ডের প্রসঙ্গ। রবিবার নিউটাউন থানায় এক মহিলা অভিযোগ করলেন, বালিগঞ্জের একটি হোটেলে তাঁকে মডেলিংয়ের নাম করে নিয়ে গিয়ে তোলা হয়েছিল আপত্তিকর ভিডিয়ো। পরে যে ভিডিয়োগুলি তিনি দেখেছেন রাজ কুন্দ্রার অ্যাপ ও বিভিন্ন পর্ন সাইটে।
রবিবারই কলকাতায় পর্ন তৈরির অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে এক মহিলা-সহ দু’জনকে। ঠিক সেই সময়েই নিউটাউন থানায় এক মহিলা ও তাঁর বান্ধবী অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, গত মার্চ মাসে ফেসবুকে আলাপ করে এক ব্যক্তি বলেন যে তিনি মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেবেন। সেই কারণেই বালিগঞ্জের একটি হোটেলে যান ওই মহিলা। সেখানেই মডেলিংয়ে সুযোগ দেওয়ার নাম করে নানা আপত্তিকর ভিডিয়ো শ্যুট করা হয় তাঁর। শুধু তিনি নন, এই গোটা চক্রের শিকার তাঁর বান্ধবীও। ওই মহিলার বান্ধবীকে একই কায়দায় ডাকা হয় নিউটাউনের একটি হোটেলে। সেখানেও আপত্তিকর ভিডিয়ো শ্যুট করা হয়।
এই গোটা প্রক্রিয়ায় দু’জনকেই একাধিকবার নির্মাতাদের হুমকির মুখেও পড়তে হয়েছে। কার্যত জোর করে তাঁদের আপত্তিকর অবস্থার ভিডিয়ো তোলা হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারী মহিলা বলেছেন, এর সঙ্গে রাজ কুন্দ্রা-কাণ্ডের যোগ রয়েছে। কারণ, তিনি পরবর্তী কালে রাজ কুন্দ্রার অ্যাপ ও অন্য কয়েকটি পর্ন সাইটে নিজের ভিডিয়ো দেখতে পেয়েছেন। মহিলা স্পষ্টতই জানিয়েছেন, জোর করে, প্রবল চাপ দেওয়া হয়েছিল এই ভিডিয়ো তৈরির জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।