West Bengal Police

সাক্ষ্য পেশে নয়া পোর্টাল পুলিশের

সিআইডির তত্ত্বাবধানে পোর্টালটি তৈরি হয়েছে। রাজ্য পুলিশের এএসআই থেকে ডিএসপি পদের সব অফিসারকে তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজ্যের কোর্টগুলিরও যোগ থাকছে।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ০৬:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশে চালু হওয়া নতুন আইন অনুযায়ী সাক্ষ্য গ্রহণে এ বার একটি পোর্টাল চালু করেছে রাজ্য পুলিশ। প্রশাসনের খবর, ওই পোর্টালের নাম ‘ই সাক্ষ্য’। এর মাধ্যমে মোবাইল থেকে সরাসরি বাজেয়াপ্ত প্রক্রিয়া অথবা তল্লাশির ভিডিয়ো ছবি একটি সার্ভারে আপলোড হবে। যা আদালত থেকে শুরু করে পুলিশের অফিসারেরা দেখতে পাবেন। পুলিশ জানিয়েছে, নতুন কার্যকর হওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) অনুযায়ী বাজেয়াপ্ত প্রক্রিয়ারভিডিয়ো রেকর্ডিং করতে হবে এবং তা দু’দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে। ওইনিয়ম চালু হওয়ার পরে অফিসারেরা নিজেদের মোবাইল ক্যামেরা কিংবা ক্যামেরায় তল্লাশি এবং বাজেয়াপ্ত প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করে তা পেন ড্রাইভে পুরে কোর্টে জমা দিচ্ছিলেন। এ বার তা আর করতেহবে না।

Advertisement

সিআইডির তত্ত্বাবধানে পোর্টালটি তৈরি হয়েছে। রাজ্য পুলিশের এএসআই থেকে ডিএসপি পদের সব অফিসারকে তা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর সঙ্গে রাজ্যের কোর্টগুলিরও যোগ থাকছে। পোর্টাল ব্যবহার জন্য প্রতি জেলায় এক জন ডিএসপিকে নোডাল অফিসার করা হয়েছে। পুলিশের খবর, ভবানী ভবনে তাঁদের প্রশিক্ষণও হয়েছে।এক পুলিশকর্তা জানান, ওই নোডাল অফিসারেরা নিজেদের জেলার বাকি পুলিশকর্মীদের পোর্টালপ্রশিক্ষণ দেবেন।

পুলিশ সূত্রের খবর, এই পোর্টালে পুলিশকর্মীরা হোয়াটস্অ্যাপের মাধ্যমে চার মিনিটের ভিডিয়ো পাঠাতে পারবেন। যত বার ইচ্ছে সেই ভিডিয়ো পাঠানো যাবে। তার আগে কোন থানার কেস, তার নম্বর কী এবং তদন্তকারী অফিসারের বিস্তারিত তথ্য আপলোড করতে হবে। বাজেয়াপ্ত প্রক্রিয়ার ভিডিয়ো ঘটনাস্থল থেকে সরাসরি ওই পোর্টালের মাধ্যমে আদালতে পাঠাতে হবে। তার ফলে তদন্তকারী অফিসারের পক্ষে ভিডিয়ো রেকর্ডিং বিকৃত করার সুযোগ থাকবে না। একই সঙ্গে কোন জায়গা থেকে ওই ভিডিয়ো আপলোড করা হচ্ছে তারও প্রমাণ থাকবে।

Advertisement

প্রসঙ্গত, নতুন আইন চালু হওয়ার পরে রাজ্য পুলিশের তরফে আদর্শ কর্তব্যবিধি (এসওপি) চালু করা করেছিল। বাজেয়াপ্ত করার সময় থেকে আদালতে জমা দেওয়া পর্যন্ত পুলিশকর্মীদের কী কী পদ্ধতি মেনে চলতে হবে তা বলা হয়েছিল ওই বিধিতে। ‘ই সাক্ষ্য’ পোর্টাল চালু হলে ওই আর্দশ বিধির নিয়মে কিছুটা শিথিল হল বলে মনে করছেন পুলিশের অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement