আড়ালে কে কী বলেন শোনা উচিত: শুভেন্দু

যাঁরা ক্ষমতায় থাকেন তাঁদের সম্পর্কে মানুষ আড়ালে কী বলে সেটা শোনা উচিত বলে মনে করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০৯:২৪
Share:

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।

যাঁরা ক্ষমতায় থাকেন তাঁদের সম্পর্কে মানুষ আড়ালে কী বলে সেটা শোনা উচিত বলে মনে করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে মঙ্গলবার বাঁকুড়ায় ২১ জুলাই কর্মসূচির প্রস্তুতি সভা করতে যান তিনি। সাংগঠনিক কাজে কেন বহুদিন তিনি জেলায় আসেননি তার ব্যাখ্যা দিয়ে শুভেন্দু সেখানে বলেন, ‘‘২২ মার্চ জনতাকার্ফু, তার পরে দফায় দফায় লকডাউন, সেই সময় মিছিল মিটিং করে করোনা ছড়িয়ে দেওয়া কোনও দায়িত্বশীল কাজ হতে পারে না।’’

Advertisement

ওই বৈঠকে ক্ষমতাসীন-প্রসঙ্গ তোলেন পরিবহণমন্ত্রী। তিনি বলেন, ‘‘এখন আপনারা ক্ষমতায় আছেন। মানুষ ১০০ দিনের কাজ, পরিবেষা পাচ্ছেন। সামনে আপনাদের স্যালুট করছেন। কিন্তু আড়ালে তারা কী বলছে, তা শুনতে হবে।’’ তাঁর আরও মন্তব্য, ‘‘ভোট কপালে হয় না। কাজে হয়। ভোট একটা ফাইন আর্টস। ফুল পড়ে থাকে, মালা গাঁথতে হয়।’’

কয়েক দিন আগেই দুর্নীতির প্রশ্নে দলের ‘রাঘববোয়ালদের’ ইঙ্গিত করে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তৃণমূলের অন্দরে বিতর্ক তৈরি করেছে। আড়ালে ক্ষমতাসীনদের সম্পর্কে কে কী বলেন সেটা শোনার কথা বলে ‘শুদ্ধকরণে’ শুভেন্দু এ দিন নতুন মাত্রা যোগ করলেন বলে পর্যবেক্ষকদের অনেকের অভিমত।

Advertisement

আরও পড়ুন: মাধ্যমিকের ফল বেরোচ্ছে আজ

আরও পড়ুন: শুধু কন্টেনমেন্টে নয়, কড়া লকডাউন চালুর নির্দেশ বেশ ক’টি জেলা শহরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement