যাদবপুরে প্রার্থী দিল এবিভিপি

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। স্ক্রুটিনিও হয় একই দিনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪১
Share:

ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) প্রার্থী দিল। ইঞ্জিনিয়ারিং এবং কলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে লড়াইয়ে রয়েছে টিএমসিপি-ও।

Advertisement

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। স্ক্রুটিনিও হয় একই দিনে। মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র এবং এবিভিপি দক্ষিণবঙ্গের সম্পাদক সুরঞ্জন সরকার জানান, এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটে প্রার্থী দিল এবিভিপি। ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের ছাত্র সংসদের কার্যনির্বাহী প্রতিটি পদেই প্রার্থী দিয়েছেন তাঁরা। দু’টি বিভাগে প্রায় ১৫০ শ্রেণি-প্রতিনিধি পদে প্রার্থী দেওয়া হয়েছে। কলা বিভাগের ছাত্র সংসদের চেয়ারপার্সন-পদে এবিভিপির হয়ে দাঁড়িয়েছেন ফিল্ম স্টাডিজ় বিভাগের ছাত্র শুভদীপ কর্মকার।

যাদবপুরে নতুন ছাত্র জোট ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যালায়েন্সে থাকতে চাইছেন না কিছু দিন আগে এসএফআই থেকে বেরিয়ে আসা পড়ুয়ারা। তাঁদের পক্ষে জয়দীপ দাস জানান, তাঁরা আলাদা ভাবেই ভোটে লড়বেন। এ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত। কিন্তু এসএফআই এবং আইসা দাবি করে, সার্ভার ডাউন থাকায় মনোনয়নপত্র পেশে অসুবিধা হচ্ছে। সময় বাড়ানো হোক। তার পরে বিকেল ৪টে পর্যন্ত সময় বাড়ানো হয়। স্ক্রুটিনি হয় তার পরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement