CampusToCareer 2020

ক্লিক করলেই কেরিয়ারের খোঁজ

সঠিক কেরিয়ার বাছাই, ভার্চুয়াল পড়াশোনা এবং খেলাধুলো নিয়ে পরামর্শ বিশেষজ্ঞদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২০ ২০:৩৬
Share:

এবিপি এডুকেশন আয়োজিত ক্যাম্পাসটুকেরিয়ার ২০২০ ওয়েবিনার সিরিজে এ সপ্তাহের সূচিতে রয়েছে তিনটি ওয়েবিনার। অলঙ্করণ: দেবজ্যোতি মুখোপাধ্যায়

কেরিয়ার বাছাই নিয়ে ধন্দে? অনলাইন ডিগ্রি প্রচলিত ডিগ্রি ব্যবস্থার সমতূল কি না, বুঝে উঠতে পারছ না? খেলাধুলোর প্রতি আবেগ-উৎসাহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এই পথেই গড়ে তুলতে চাও কেরিয়ার?

Advertisement

তোমার প্রয়োজনের এমন যাবতীয় পরামর্শ, তথ্য বা বিশ্লেষণ মিলছে ক্যাম্পাস টু কেরিয়ার ২০২০-তে। এবিপি এডুকেশন আয়োজিত নিখরচার এই ওয়েবিনার সিরিজে সাইন আপ করা যাবে এখানে

এ সপ্তাহের সূচিতে রয়েছে তিনটি ওয়েবিনার। মিস কোরো না কিন্তু!

Advertisement

কী: কেরিয়ার কল: হাউ টু নো হোয়াট টু চুজ

কখন: ১৪ অগস্ট, বিকেল ৩টে।

যা থাকছে: তোমার উপযোগী সঠিক কেরিয়ার কোনটি বোঝার উপায় জানাবেন বিশেষজ্ঞেরা।

বক্তা যাঁরা:

সুবর্ণ বসু, এডুগাই অ্যান্ড ইন্ডিস্মার্ট গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও

অনিন্দ্য ঘোষ: অ্যাসোসিয়েট পার্টনার, ডেটা সায়েন্স অ্যান্ড এআই, আইবিএম

রূপকথা সরকার: অধ্যক্ষা, লা মার্টিনিয়ার ফর গার্লস

উইলমা ফ্রান্সিস আলফান্সো: কাউন্সেলর

ব্রততী ভট্টাচার্য: সেক্রেটারি জেনারেল/সিইও, শিক্ষায়তন ফাউন্ডেশন অ্যান্ড শ্রী শিক্ষায়তন স্কুল, কো-চেয়ারপার্সন, সিআইআই এডুকেশন সাব কমিটি (ইআর)

কী: অনলাইন এডুকেশনঃ ইজ অ্যান ই-লার্নিং ডিগ্রি অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ আ ট্র্যাডিশনাল ডিগ্রি?

কখন: ১৭ অগস্ট, বিকেল ৩টে

যা থাকছে: ই-লার্নিং বনাম ক্যাম্পাসে পড়াশোনা- সুবিধা ও সমস্যা সম্পর্কে আলোচনা

বক্তা যাঁরা:

নিশা সিংহ, ডেপুটি ডিরেক্টর, সেন্টার অব অনলাইন এডুকেশন (সিওই), ইগনু, নয়াদিল্লি

শৌর্যপ্রতাপ সিংহ, রিজিওনাল ডিরেক্টর, কোর্সেরা

বিপুল রেডে: হেড, স্কুল এনাবলমেন্ট, খান অ্যাকাডেমি ইন্ডিয়া

গৌরব কুমার: প্রেসিডেন্ট, কর্পোরেট ডেভেলপমেন্ট, আপগ্র্যাড

মোহন কন্নেগাল: সিনিয়র ডিরেক্টর, এরুডাইটাস এগজিকিউটিভ এডুকেশন

অধ্যাপক উজ্জ্বল কে চৌধুরী: সহ-উপাচার্য, অ্যাডামাস ইউনিভার্সিটি (সঞ্চালক)

নিখরচায় রেজিস্টার করো এখানে

কী: স্পোর্টস কেরিয়ার অব দ্য ফিল্ড: ম্যানেজমেন্ট টু সাইকোলজি, ডায়েটেটিক্স টু ট্রেনিং

কখন: ২১ অগস্ট

যা থাকছে: মাঠের ভিতরকার কর্মক্ষেত্রে পেশাদারদের প্রসঙ্গে যাবতীয় তথ্য ও আলোচনা

বক্তা যাঁরা:

তেনজিং নিয়োগী, সিইও, আল্টিমেট খো খো

পল ওয়ালশ, প্রতিষ্ঠাতা, জাঙ্গল ক্রোজ

রনদীপ মৈত্র, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ

সৌরভ চট্টোপাধ্যায়, প্রতিষ্ঠাতা, হাই লাইফ ম্যানেজমেন্ট

অমিতাভ দাশগুপ্ত, প্রাক্তন ক্রীড়া সম্পাদক, টাইমস অব ইন্ডিয়া (সঞ্চালক)

নিখরচায় রেজিস্টার করো এখানে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement