High Court

Supreme Court: ভোট পরবর্তী হিংসা মামলায় ক্যাভিয়েট দাখিল সুপ্রিম কোর্টে

বৃহস্পতিবার ভোট পরবর্তী মামলার রায়ে বিশেষ তদন্তকারী দল (সিট) ও সিবিআই-এর উপর হিংসার অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেয় হাই কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১৭:৫০
Share:

প্রতীকী ছবি।

ভোট পরবর্তী হিংসার মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হল। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলাকারী অনিন্দ্যসুন্দর দাসই দাখিল করলেন ক্যাভিয়েট। হাই কোর্টের রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। শীর্ষ আদালতে রাজ্য আবেদন করলে যাতে আদালত এক তরফা শুনানি না করে, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করা হল, জানালেন অনিন্দ্য।

Advertisement

বৃহস্পতিবার ভোট পরবর্তী মামলার রায়ে বিশেষ তদন্তকারী দল (সিট) ও সিবিআই-এর উপর হিংসার অভিযোগের তদন্ত করতে নির্দেশ দেয় হাই কোর্ট। আদালত পর্যবেক্ষণে জানায়, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে কোথাও নিরপেক্ষতা লঙ্ঘিত হয়নি। শুধু অভিযোগ নথিভুক্ত হয়েছে।

ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে কমিশন। সেখানে খুন, ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল কমিশন। পাশাপাশি বলা হয়েছিল সিট ঘটনার কথাও। আদালত বৃহস্পতিবার সেই নির্দেশই বহাল রাখল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement