Dengue

চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৬ হাজারের কাছাকাছি, সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়

জন। তবে এখনও পর্যন্ত সব চেয়ে ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে হাওড়ায়। ওই জেলায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৪,৮৬৪ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ২৩:১৬
Share:

ফাইল চিত্র।

বাতাসে শিরশিরানি ভাব চলে এলেও রাজ্যে ডেঙ্গির সংক্রমণ কমার লক্ষণ নেই। যা উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের। চলতি সপ্তাহেই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। তার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই আক্রান্ত হয়েছেন প্রায় ১৩০০ জন। এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩ হাজারের কাছাকাছি চলে গিয়েছে।

Advertisement

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫,৯৩৬ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪২,৬৬৬ জন। উত্তর ২৪ পরগনায় গত এক সপ্তাহে সব চেয়ে বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন— ১,২৯৯ জন। তবে এখনও পর্যন্ত সব চেয়ে ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছে হাওড়ায়। ওই জেলায় সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৪,৮৬৪ জন। এ ছাড়াও, হুগলি, কলকাতা ও মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অন্য জেলার চেয়ে তুলনামূলক বেশি। আক্রান্তের সংখ্যা বেশি জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement