Abhishek Bannerjee

Abhishek Banerjee: দিন বদল, ১৬ সেপ্টেম্বর আগরতলায় মিছিল করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুধবার ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২১:১২
Share:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ত্রিপুয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের দিন বদল হল। বুধবার ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। শেষ পর্যন্ত অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, নিয়মানুযায়ী মিছিলের ৭২ ঘণ্টা আগে লিখিত অনুমতি নিতে হয়। জানাতে হয়, মিছিল সংক্রান্ত সবিস্তার। কারা থাকবেন মিছিলে, কোন পথে হবে মিছিল, তা লিখিত ভাবে পুলিশকে জানাতে হয়। কিন্তু, তৃণমূলের আবেদনের ক্ষেত্রে তেমনটা করা হয়নি বলেই ত্রিপুরা পুলিশের দাবি। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।

Advertisement

সোমবার এই মিছিল বাতিল প্রসঙ্গে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়ে ১৫/৯ পদযাত্রা ঠেকাতে মরিয়া বিজেপি। পুলিশ জানাল ওই দিন ওই রুটে অন্য দল কর্মসূচি করবে। এখন শুনলাম ১৪/১৫ বিএমএস-কে দিয়ে রেল ধর্মঘট করাচ্ছে বিজেপি ধর্মনগরে। যেখান থেকে ট্রেন ছাড়ে। বিজেপি ভয় পেয়েছে।’

পরে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিস লাল সিংহ জানান, ১৫ তারিখের বদলে ১৬ তারিখে ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা হবে।‌ ১৬ সেপ্টেম্বর অন্য রুটে মিছিল করার জন্য পুলিশের অনুমতি চেয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement