Abhishek Banerjee

Abhishek Banerjee: বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচার করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সূত্রের খবর, আগামী ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে নামতে পারেন অভিষেক। দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে খবর,  ওই দিন বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি মিছিলে পা মেলাবেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ১২:৩২
Share:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

Advertisement

সব ঠিকঠাক থাকলে বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে প্রচারে নামতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে নামতে পারেন তিনি। দক্ষিণ কলকাতা তৃণমূল সূত্রে খবর, ওই দিন বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি এলাকা থেকে মল্লিক বাজার পর্যন্ত একটি মিছিলে পা মেলাবেন তিনি। প্রসঙ্গত, বালিগঞ্জ এলাকার ওই অংশে গত কয়েক দিন ধরেই 'নো ভোট টু বাবুল' স্লোগান নিয়ে প্রচারে নেমেছে কংগ্রেস ও বামফ্রন্ট। মনে করা হচ্ছে, সেই প্রচারের জবাব দিতেই অভিষেক এই মিছিলের কৌশল নিতে পারেন। অভিষেকের সঙ্গে ওই দিনের প্রচারে অংশ নিতে পারেন তৃণমূল প্রার্থী বাবুল-সহ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্ব।


আবার ৯ এপ্রিল আসানসোলে শত্রুঘ্ন সিনহার হয়েও প্রচারে দেখা যেতে পারে অভিষেককে। এখানে একটি র‍্যালিতে অংশ নিতে পারেন তিনি। আসানসোলে অভিষেকের কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তমন্ত্রী মলয় ঘটককে। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল আসনে বিরাট জয় পেয়েছিল বিজেপি। এ বার সেই আসন উপনির্বাচনে ছিনিয়ে নেওয়ার সুযোগ শাসক দল তৃণমূলের কাছে। তাই এই উপনির্বাচনের প্রচারে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসানসোলের এক তৃণমূল নেতার কথায়, "অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে তিন কিলোমিটারের একটি র‍্যালিতে অংশ নেবেন। কর্মসূচির দিনক্ষণ স্থির হয়ে গেলেও সেই র‍্যালির যাত্রাপথ কী হবে, তা চূড়ান্ত হয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এত দিন প্রচারে আসেননি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব মিটে যাওয়ার পরেই কমিশন মাইক বাজানোর অনুমতি দিয়েছে রাজনৈতিক দলগুলিকে। তাই আসানসোলে এসে শেষ লগ্নের প্রচারে তৃণমূল প্রার্থীর হয়ে ঝড় তুলে দেবেন অভিষেক।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement