শুভেন্দুর ‘গড়’ কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক।
একজন তোপ দাগছেন ‘তোলাবাজ’। আর একজন তার জবাবে বলছেন ‘মীরজাফর’।
তোলাবাজ আর মীরজাফর স্লোগান নিয়ে বিধানসভা ভোটের আগে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এবং যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই ক্রমশ জমে উঠছে। ইতিমধ্যেই অভিষেকের এলাকায় কুলতলিতে গিয়ে তাঁর বিরুদ্ধে সভা করার কথা জানিয়েছেন শুভেন্দু। পাল্টা শুভেন্দুর ‘গড়’ কাঁথিতে সভা করতে চলেছেন অভিষেক।
জেলা তৃণমূল সূত্রে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি অভিষেক কাঁথিতে আসবেন। ইতিমধ্যেই তাঁর সভাস্থল খোঁজা শুরু করে দিয়েছেন জেলার তৃণমূল এবং যুব নেতারা। গত কয়েকদিন ধরে কাঁথি রেলস্টেশন লাগোয়া মাঠ, প্রভাত কুমার কলেজ মাঠ, দইসাইতে সভার জন্য জায়গা পরিদর্শন করছেন যুব তৃণমূল নেতারা। ৩০ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা চূড়ান্ত করার ব্যাপারে একটি প্রস্তুতি সভা ডেকেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ওই সভায় হাজার দু’য়েক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।
কাঁথিতে অভিষেকের জনসভা হাইভোল্টেজ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা তৃণমূলে থাকাকালীন অভিষেক এবং শুভেন্দুর দ্বৈরথ কারও অজানা নয়। তবে বিজেপিতে যোগ দেওয়ার পর শুরু থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন শুভেন্দু। ‘তোলাবাজ ভাইপো’ স্লোগান তুলে সেই আক্রমণের ঝাঁঝ ক্রমশ বাড়িয়েছেন। সম্প্রতি এই নিয়ে শুভেন্দুকে আইনি নোটিসও পাঠিয়েছেন অভিষেক। পাল্টা শুভেন্দুকে মীরজাফর বলে প্রতিটি সভায় আক্রমণ করছেন অভিষেক। সারদা, নারদা কাণ্ড নিয়ে বিঁধেছেন শুভেন্দুকে। এমন পরিস্থিতিতে শুভেন্দুর ঘর থেকে ঢিলছোড়া দূরত্বে অভিষেকের জনসভা ঘিরে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ।
কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠ এবং রেলস্টেশন সংলগ্ন মাঠ অপেক্ষাকৃত ছোট হওয়ায় দইসাইতে অভিষেকের সভার পরিকল্পনা হচ্ছে বলে জেলা যুব তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ‘‘আগামী ৬ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে জনসভা করবেন। সভা হবে কাঁথি শহর সংলগ্ন দইসাইতে।’’ যুব তৃণমূলের রাজ্য সভাপতির সভা সফল করতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নামতে শুরু করেছেন তৃণমূল নেত-কর্মীরা। এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ‘‘চলতি মাসের শেষ প্রস্তুতি মিটিং ডাকা হয়েছে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি চূড়ান্ত হবে।’’
একে অপরের খাসতালুকে দাঁড়িয়ে কে কতটা নজর কাড়তে পারেন এখন তা নিয়েই কৌতুহল সকলের।