Abhishek Banerjee

‘দিদির দূত’ কর্মসূচি নিয়ে এ বার ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক আগামী ২৭ ফেব্রুয়ারি ঘাটাল শহরে রোড শো করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৭
Share:

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফাইল চিত্র।

বিজেপির পরিবর্তন যাত্রার ‘জবাবে’ জেলায় জেলায় ‘দিদির দূত’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল। বিধানসভা নির্বাচন সামনে রেখে এই জনসংযোগ অভিযানের নেতৃত্বে রয়েছেন যুব তৃণমূলের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের মহকুমা সদর ঘাটালে তিনি ‘দিদির দূত’ কর্মসূচিতে অংশ নেবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলায় ঘুরে গিয়েছে পরিবর্তন যাত্রা। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ, রুদ্রনীল ঘোষ অংশ নিয়েছিলেন যাত্রায়। এ বার পশ্চিম মেদিনীপুর জেলায় আসছে ‘দিদির দূত’। দলের তরফে জানানো হয়েছে, অভিষেক আগামী ২৭ ফেব্রুয়ারি ঘাটাল শহরে রোড শো করবেন। দুপুর ১টায় হেলিকপ্টারে আসার কথা রয়েছে অভিষেকের।

জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি নির্মাল্য চক্রবর্তী বুধবার বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক আছে ২৭ ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ঘাটালে। ঘাটাল শহরে ৪৫ মিনিটের রোড শো হবে। সে বিষয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি একটি বৈঠক ডাকা হয়েছে।’’ প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি সোনারপুরে ‘দিদির দূত’ কর্মসূচির প্রচার-গাড়ির (ট্যাবলো) উদ্বোধন করেছিলেন অভিষেক।

Advertisement

তৃণমূল নেতাদের দাবি, বিজেপি-র পরিবর্তন যাত্রা চেয়ে ঘাটালে অনেক বেশি কর্মী-সমর্থক নিয়ে ‘দিদির দূত’ কর্মসূচি পালন করবে তৃণমূল। পরবর্তী সময়ে খড়গপুর এবং মেদিনীপুর শহরে ‘দিদির দূত’-এর রোড শো হবে। সেই কর্মসূচিতেও থাকবেন অভিষেক। তবে ঘাটাল শহরে রোড শো ছাড়াও কোন জনসভা হবে কি না। তা এখনও ঠিক হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement