Abhishek Bnaerjee

Abhishek Banerjee: পুলওয়ামার শহিদদের আমরা যেন ভুলে না যাই, টুইটে স্মরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভোটে জয়ে দলীয় নেতা-কর্মী সমর্থকদের জয়ের শুভেচ্ছা জানানোর আগে পুলওয়ামার শহিদদের স্মরণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৭
Share:

পুলওয়ামায় নিহত শহীদদের স্মরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র

চার পুরসভার জয়ের আনন্দেও পুলওয়ামার শহিদদের স্মরণ করতে ভুললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে তাঁদের স্মরণ করলেন তিনি। অভিষেক টুইটে লিখলেন, ‘সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণের মধ্যে একটিতে আমাদের বীর জওয়ানদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। পুলওয়ামার শহিদদের আমরা যেন কখনও ভুলে না যাই। সমগ্র জাতি আপনাদের সাহসিকতাকে কুর্নিশ জানায়। আপনারা আমাদের হৃদয়ে বাস করেন। জয় হিন্দ।’

Advertisement

বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগড়ি পুরসভায় বিশাল জয় পেল তৃণমূল। কিন্তু দলীয় নেতা-কর্মী-সমর্থকদের জয়ের শুভেচ্ছা জানানোর আগে পুলওয়ামার শহিদদের স্মরণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জওয়ানদের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে প্রাণ হারান ৪০ জন জওয়ান। সেই ঘটনার তিন বছর পূর্তিতেই এই টুইট করে শ্রদ্ধা জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement