Abhishek Banerjee

‘ডাকলেই যেতে হবে নাকি’, মঙ্গলে ইডির তলব পেয়ে অভিষেক পাল্টা জানালেন, ভোটের আগে সম্ভব নয়

অভিষেক বলেছেন, ‘‘এর আগে যখন ২৪ ঘণ্টারও কম সময় দিয়ে সিবিআই আমাকে ডেকে পাঠিয়েছিল, তখনই ওদের বলেছিলাম, নবজোয়ার কর্মসূচির পর ডাকুন আসব। কিন্তু ওরা তা করেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ২১:৩১
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

নিয়োগ মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। কিন্তু অভিষেক ওই দিন ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যাচ্ছেন না। অভিষেক জানিয়েছেন, নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে তাঁর পক্ষে কলকাতায় গিয়ে ইডির সঙ্গে দেখা করা সম্ভব নয়। অভিষেক বলেছেন, ‘‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন তখনই আমাকে যেতে হবে, তা নয়। পঞ্চায়েত ভোটের আগে ইডির দফতরে গিয়ে ১০-১২ ঘণ্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। তার পর আপনারা যখন ডাকবেন, তখনই যাব।’’

Advertisement

নবজোয়ার কর্মসূচিতে অভিষেক এখন নদিয়ার পলাশিপাড়ায় রয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে জেলায় এই জনসংযোগ যাত্রা করছেন অভিষেক যা আগামী ১৬ জুন কাকদ্বীপে শেষ হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন অভিষেক। সেই শেষ নবজোয়ারের সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন বলে জানিয়েছেন তিনি। আর তার পর থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন। অভিষেক বলেছেন, ‘‘এর আগে যখন ২৪ ঘণ্টারও কম সময় দিয়ে সিবিআই আমাকে ডেকে পাঠিয়েছিল, তখনই ওদের বলেছিলাম, নবজোয়ার কর্মসূচির পর ডাকুন আসব। কিন্তু ওরা তা করেনি। আসলে নবজোয়ার যাত্রায় তৃণমূলের পাশে মানুষের সমর্থন দেখে বিজেপি ভয় পাচ্ছে। তাই বিজেপি ওদের ডবল ইঞ্জিন সিবিআই এবং ইডিকে কাজে লাগাচ্ছে আমাদের হেনস্থা করার জন্য। আমাকে যেমন হেনস্থা করা হচ্ছে তেমনই আমার স্ত্রী, পুত্র-কন্যাকেও হেনস্থা করা হচ্ছে।’’

বৃহস্পতিবার দুপুরেই অভিষেক পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁকে ইডি নোটিস পাঠিয়েছে রুজিরাকে জেরা শেষ করার মিনিট ১৫ পরেই। অভিষেক বলেছেন, ‘‘সাড়ে ৪টে নাগাদ আমার স্ত্রী ইডির দফতর থেকে বেরিয়েছেন, তার ১৫ মিনিটের মধ্যেই আমাকে আমার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আমি সেই চিঠি হাতে পাইনি। তবে শুনেছি ১৩ তারিখ ডেকে পাঠানো হয়েছে। যদি ওরা কোনও নথি চেয়ে থাকে তবে পাঠিয়ে দেব। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।’’

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করার অনুমতি দেওয়া হয়েছিল ইডি এবং সিবিআইকে। যদিও ইডি সূত্রে খবর, অভিষেককে শুধু কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এই মর্মেই ইডি বৃহস্পতিবার একটি নোটিস পাঠিয়েছে অভিষেককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement