অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এক এক করে দলের বর্ষীয়ান নেতাদের বাড়ি গিয়ে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসছেন অভিষেক। সোমবার সন্ধ্যায় উত্তর কলকাতার সাংসদ তথা প্রবীণ রাজনীতিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন তিনি। সন্ধ্যা ৭টা নাগাদ সুদীপের বাড়ি পৌঁছন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন অভিষেক।
লোকসভার দলনেতা বলে সুদীপের সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের সম্পর্ক বেশ ভাল। বাংলার রাজনীতিতে সুদীপের উত্থান যুব কংগ্রেস রাজনীতি থেকেই। তারপরে ধীরে ধীরে প্রথমে বিধায়ক ও পরে সাংসদ হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। নিজের এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতার কথা অভিষেকের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
অভিষেকের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূলের লোকসভার দলনেতা বলেন, ‘‘ছোট থেকেই ও আমার কাছেই থাকত। দিল্লিতে আমি আর মমতা এক জায়গায় থাকতাম। তখন থেকেই ও যেত। তখন থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে। ওঁর নেতৃত্বে আগামী দিনে দল আরও সাফল্য পাবে।’’ সুদীপ আরও বলেন,‘‘কোন কোন রাজ্যে দলের বিস্তার হবে, কী ভাবে হবে, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। ওকে আমি বলেছি কর্মীরাই আমাদের সম্পদ।’’
শনিবার নতুন দায়িত্ব পেয়েই, রবিবার সকালে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যান অভিষেক। বিকেলে ও সন্ধ্যায় গিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে। মঙ্গলবার যাবেন দলের আরও এক প্রবীণ সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়িতে। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করার সময় নিজের এই কর্মসূচির কথা জানিয়ে দিয়েছেন অভিষেক।