Abhishek Banerjee

TMC: আমরা ৭ বছর ধরে বিজেপি-কে হারাচ্ছি আর কংগ্রেস হারছে, ফের খোঁচা অভিষেকের

অরবিন্দ কেজরীবালের ‘আম আদমি পার্টি’র সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে অভিষেক জানান, একক শক্তিতে গোয়ার আসন্ন বিধানসভা ভোটে লড়বে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৩
Share:

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফাইল চিত্র।

বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিক বৈঠকে তাঁর মন্তব্য, ‘‘আমরা গত ৭ বছর ধরে বিজেপি-কে হারাচ্ছি, আর কংগ্রেস গত ৭ বছর ধরে বিজেপি-র কাছে হারছে।’’

Advertisement

বুধবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো যোগ দিলেন তৃণমূলে। চলতি সপ্তাহেই কংগ্রেস বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেই যোগদান কর্মসূচির পরে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিষেকের বলেন, ‘‘একক শক্তিতে গোয়ার আসন্ন বিধানসভা ভোটে লড়বে তৃণমূল।’’ এই মন্তব্যে তিনি কার্যত অরবিন্দ কেজরীবালের ‘আম আদমি পার্টি’র সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করলেন বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়েও কটাক্ষ করেন অভিষেক। কংগ্রেসের ‘বিদ্রোহী’ ২৩ নেতার (জি-২৩ নামে যাঁরা পরিচিত) তোলা প্রশ্নের প্রসঙ্গও শোনা গিয়েছে তাঁর মুখে। অভিষেক বলেন, ‘জি-২৩-তোলা প্রশ্নগুলির জবাব দিতে হবে কংগ্রেস নেতৃত্বকে।’’ প্রসঙ্গত, কংগ্রেসে ‘সুনেতৃত্বের অভাব এবং সাংগঠনিক সমস্যাগুলি তুলে ধরে গত বছর সনিয়া গাঁধীকে চিঠি দিয়েছিলেন ২৩ জন শীর্ষস্থানীয় প্রবীণ ও নবীন কংগ্রেস নেতা।

Advertisement

বিজেপি ছাড়া অন্য কোনও দলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই নয় বলেও বুধবার দাবি করেন অভিষেক। যদিও সেই সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘কিন্তু কংগ্রেস যদি রাস্তায় না নেমে বাড়িতে আরামে বসে থাকে তবে আমরাও বসে থাকতে পারি না। আমরা বিজেপি-কে হারাতে চাই।’’ কংগ্রেস সম্পর্কে অভিষেকের এমন তির্যক মন্তব্য কেন্দ্রে বিজেপি-বিরোধী ঐক্য আরও নড়বড়ে করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement