জনসংযোগে ফাঁকি দিলে বাদ, যুবদের কড়া বার্তা অভিষেকের

বিধায়কদের সামনে রেখে শুরু ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সাংসদদের যুক্ত করা হয়েছে। এবার একইভাবে এই কর্মসূচিতে নেমে পড়ল যুব তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪২
Share:

—ফাইল চিত্র।

‘দিদিকে বলো’ কর্মসূচিতে ফাঁকি দিলে দল থেকে বাদ পড়বেন যুব নেতারা। আর ভাল কাজ করলে গুরুদায়িত্ব দেওয়া হবে। তৃণমূলের জনসংযোগ কর্মসূচিতে যোগ করে যুব সংগঠনে এই বার্তা দিলেন সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শুক্রবারের মধ্যে এই কর্মসূচি শুরু করতে না পারলেও নতুন হাতে দায়িত্ব দেওয়া হবে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কারও দুর্ব্যবহারে দলের ভোট কমলে তাঁকে দল থেকে বাদ দেওয়া হবেও বলেও যুব নেতা ও কর্মীদের সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

বিধায়কদের সামনে রেখে শুরু ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সাংসদদের যুক্ত করা হয়েছে। এবার একইভাবে এই কর্মসূচিতে নেমে পড়ল যুব তৃণমূল। মঙ্গলবার রাজ্য, জেলা ও ব্লক স্তরে সংগঠনের ৫০০ পদাধিকারীর বৈঠকে এ ব্যাপারে করণীয় স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। সাতটি ধাপে গ্রাম-দর্শনের এই কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন অভিষেক। পাশাপাশি এই কর্মসূচিতে দলের নজরদারি থাকবে জানিয়ে তিনি বলে দিয়েছেন, নির্দিষ্ট সাতটির কাজের মধ্যে পাঁচটি করে চলে এলে তাঁকে বাতিল করে দেওয়া হবে। এলাকায় রাত কাটানোর কর্মসূচি সম্পর্কে অভিষেকের নির্দেশ, নিজেদের ডান হাত, বাঁ হাত, চামচার বাড়িতে রাত কাটালে কর্মসূচি থেকে বের করে দেওয়া হবে। তাঁর নির্দেশ যে বাড়িতে থাকলে দল উপকৃত হবে, সেইরকম বাড়িতে থাকতে হবে। যাঁদের কাজে দল সন্তুষ্ট হবে, তাঁদের মধ্যে সেরা ৫০ জনকে বেছে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছেন অভিষেক।

যুব তৃণমূলের লক্ষ্য আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ১৬০০ গ্রামে পৌঁছনো। গ্রামের প্রভাবশালীর পরামর্শ নিয়ে প্রয়োজনে প্রণাম করতে বলা হয়েছে যুব কর্মীদের। এই প্রসঙ্গেই অভিষেক বলে দিয়েছেন, ভাল ব্যবহারে পাঁচটা ভোট বাড়লে, দুর্ব্যবহারে ৫০ টি ভোট কমেও যায়। তা হলে যাঁর জন্য এরকম হবে, তাঁকে আর দলে দেখা যাবে না। জনসংযোগে যেখানে মানুষ যা বলবেন, তা শুনে দলের কাছে পৌঁছে দিতে বলেছেন যুব সভাপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement