ছবি: এএফপি।
নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে কলকাতা পুরসভা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদও তাঁকে সম্মান জানাতে উদ্যোগী হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে শনিবার এ নিয়ে পুরভবনে বৈঠক করেন পুর কমিশনার-সহ পদস্থ আধিকারিকেরা। শহর জুড়ে নোবেলজয়ীর সম্মানে ‘ফ্লেক্স’ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভা সূত্রের খবর, অভিজিৎবাবুর বাড়ির সামনে বিশেষ ফলক বসানো হবে। তাতে লেখা হবে, নোবেল পদকজয়ীর বাসস্থান। এ ছাড়া পুরসভার কোনও আবাসন তাঁর নামে করার ভাবনাও রয়েছে পুর প্রশাসনের। পাশাপাশি, পুরসভার মুখপত্র পুরশ্রী-তে নোবেলজয়ীকে নিয়ে বিশেষ সংখ্যা করার পরিকল্পনাও রয়েছে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদও তাঁদের সর্বোচ্চ সম্মাননা ‘অতুলচন্দ্র গুপ্ত বিশিষ্ট প্রাক্তনী সম্মান’ অভিজিৎবাবুকে জ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি প্রেসিডেন্সির প্রতিষ্ঠা দিবস। সে-দিন সাধারণত কোনও প্রাক্তনীকে এই স্বীকৃতি দেওয়া হয়। প্রাক্তনী সংসদের সম্পাদক বিভাস চৌধুরী এ দিন জানালেন, ২০ জানুয়ারি অভিজিৎবাবু আসতে পারবেন না। তাই আগেই তাঁর সময় মতো এক আড্ডার আয়োজন করা হবে। অভিজিৎবাবুর সময়ের শিক্ষক, ছাত্র, স্টুডেন্ট সেকশন ইনচার্জ দিলীপ রায়, ক্যান্টিন কর্মী সকলকেই আড্ডায় ডাকা হবে। সেখানেই তাঁকে ওই সম্মাননা জ্ঞাপন করা হবে। ২০ জানুয়ারি এই আড্ডার রেকর্ডিং দেখানো হবে। তখন সম্ভব হলে অভিজিৎবাবুকে ‘স্কাইপ’-এ যোগাযোগ করা হতে পারে।