Viral Video

চুল কাটাতে কাটাতেই পুলিশকে বাঁচাতে ছুটলেন তরুণ, ‘সুপারহিরো’র ভিডিয়ো ভাইরাল

রাস্তার এ পার থেকে চুল কাটানোর পোশাক পরে ও পারে দৌড়ে যাচ্ছেন এক তরুণ। রাস্তার অন্য দিকে পুলিশকে মারধর করছিলেন এক ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৮:২৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনদুপুরে দোকানে তরুণের চুল কাটছিলেন নাপিত। হঠাৎ তাঁর দোকানের সামনে মারপিট হতে দেখেন তিনি। এক পুলিশকে মারধর করছিলেন অন্য এক ব্যক্তি। তা দেখেই তড়িঘড়ি চুল কাটানোর মাঝে দৌড় লাগালেন তরুণ। রাস্তার ও পারে পৌঁছে সঙ্গে সঙ্গে পুলিশকে বাঁচালেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইউকে কপ হিউমর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার এ পার থেকে চুল কাটানোর পোশাক পরে ও পারে দৌড়ে যাচ্ছেন এক তরুণ। রাস্তার অন্য দিকে পুলিশকে মারধর করছিলেন এক ব্যক্তি। সেই দৃশ্য দোকান থেকে দেখতে পেয়েছিলেন এক তরুণ নাপিত। চুল কাটায় ব্যস্ত ছিলেন তিনি। দোকান থেকে ঘটনাটির ভিডিয়ো করছিলেন ওই নাপিত। কিন্তু পুলিশকে বাঁচাতে মাঝপথে ছুট দেন ওই তরুণ। পুলিশকে রক্ষা করতে গিয়ে লড়াই থামানোর চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান কয়েক জন স্থানীয়েরা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি মঙ্গলবার ব্রিটেনের চেশায়ারের ওয়ারিংটনে ঘটেছে। ৩২ বছরের ওই তরুণের নাম কাইল হোয়াইটিং। দোকানে চুল কাটাতে গিয়েছিলেন তিনি। পুলিশকে ছুটে বাঁচানোর ভি়ডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে প্রশংসা কুড়োতে শুরু করেন তিনি। তরুণের গলা থেকে একটি কাপড় উড়ছিল। আসলে চুল কাটাবেন বলে তা গলায় বেঁধেছিলেন কাইল। দৌড়নোর সময় সেই কাপড়ই হাওয়ায় উড়ছিল। ঘটনাস্থলে পৌঁছে তিনি পুলিশকে যে ভাবে বাঁচালেন তা দেখে কাইলকে ‘সুপারহিরো’র চেয়ে কোনও অংশে কম মনে হচ্ছিল না।

Advertisement

জানা গিয়েছে, মারধরের ফলে পুলিশ গুরুতর চোট পেয়েছেন। পুলিশকে আক্রমণ করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement