সুব্রতকে নিয়ে মন্তব্যের জন্য রূপাকে বিঁধলেন মান্নান
রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে জড়িয়ে নেটমাধ্যমে বিজেপি-র রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ওই মন্তব্যের জন্য রূপাকে এ বার কড়া ভাষায় বিঁধলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
আব্দুল মান্নান বলেন, ‘‘প্রয়াত জননেতা সুব্রতদার সম্পর্কে রুপা গঙ্গোপাধ্যায় যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে তিনি নিজেরই সংস্কৃতির পরিচয় দিয়েছেন। ন’বারের বিধায়ক জনপ্রিয় এক জন জননেতা সম্পর্কে নির্লজ্জের মতো এ রকম মন্তব্য করে নিজেকেই মানুষের কাছে উপহাসের পাত্র রূপে তুলে ধরলেন।’’
এ প্রসঙ্গে একটি ল্যাটিন প্রবাদেরও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ‘‘প্রবাদটি হল— ‘De mortuis nil nisi bonum।’ যার অর্থ— মৃত ব্যক্তি সম্পর্কে ভাল ছাড়া অপর কিছু বলবেন না।’’
সুব্রতকে নিয়ে কটাক্ষ মিশ্রিত পোস্টের তলায় মন্তব্য বাক্সে রূপা লিখেছেন, ‘তিস্তাকে নিয়েছ বস্। কিছু তো ফেরত নেবে মা কালী।’ আর একটি জায়গায় তিনি লিখেছেন, ‘পুজো ঝকমক করা আর টাকা তোলা ছাড়া যাঁর কোনও অবদান ছিল না, তার জন্য আমার কোনও সম্মান (রেসপেক্ট) নেই।’ শুধু তাই নয়, বিতর্ক উস্কে দিয়ে তিনি এ-ও লেখেন, ২০২১ ভোটের আগে সুব্রত মুখোপাধ্যায়ের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ‘ডিল’ পছন্দ হয়নি তাঁর।