Abbas Siddique

ভোটে দাঁড়াচ্ছেন না সিদ্দিকি

রাজ্যের অর্ধেক বিধানসভা আসনে লড়ে অন্তত ৫০-৬০টি আসন জয়ের স্বপ্ন দেখছেন আব্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ০৫:১৮
Share:

আব্বাস সিদ্দিকি।—ফাইল চিত্র।

কলকাতায় এসে আজ, বৃহস্পতিবার রাজনৈতিক দলের নাম ঘোষণা করার কথা ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকির। তার আগের দিন, বুধবার ক্যানিংয়ে এক ধর্মসভায় এসে সাংবাদিকদের তিনি জানালেন, নিজে ভোটে লড়ছেন না। বরং হতে চান ‘কিং মেকার’। রাজ্যের অর্ধেক বিধানসভা আসনে লড়ে অন্তত ৫০-৬০টি আসন জয়ের স্বপ্ন দেখছেন আব্বাস। তাঁর কথায়, ‘‘এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে।’’ আব্বাসের মতে, এ বার কেউ পুরো আসন (নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা) পাবে না। জনমত সমীক্ষাও তাই বলছে। সেই সূত্রেই তিনি বলেন, ‘‘যদি ৫০-৬০টি আসন চলে আসে, তা হলে আমরাই এ রাজ্যের ভবিষ্যৎ ঠিক করব। আমরা যার পাল্লায় উঠব, সে-ই মুখ্যমন্ত্রী করবে। ফলে যারা আমাদের কথা শুনবে, আমাদের জন্য ভাববে, আমাদের ছেলেমেয়েদের বিনাখরচে পড়ানোর ব্যবস্থা করবে, আমরা তাদের সঙ্গে থাকব।” আব্বাসের কথায়, “আমি কিং মেকার। আমি প্রার্থী তৈরি করি, প্রার্থী হই না।” তৃণমূল-সিপিএম সহ বাকি দলগুলির জন্য দরজা খোলা থাকলেও বিজেপির সঙ্গে তাঁরা কোনও সমঝোতায় যাবেন না বলে জানিয়েছেন আব্বাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement