প্রতীকী ছবি।
উত্তরকন্যায় চাকরির ‘নিয়োগপত্রের’ নীচে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের ‘জাল সই’! সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগের তদন্তে নেমে সপ্তাহখানেক আগে, শিলিগুড়ি পুলিশ এক যুবতীকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া নানা নথিপত্রের মধ্যে এমনই কয়েকটি ‘নিয়োগপত্র’ মিলেছে, যার নীচে ওই সই জাল করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে এ ভাবেই সরকারি চাকরির টোপ দিত বছর তিরিশের ওই যুবতী। টাকা নেওয়ার পরে, ‘ভুয়ো’ নিয়োগপত্র দিত। শিলিগুড়ি শহরের বর্ধমান রোড লাগোয়া এলাকার দুই মহিলা অভিযোগ জানানোর পরে, সব তথ্য সামনে আসতে শুরু করেছে। শিলিগুড়ি পুলিশের ডিসি (পূর্ব) জয় টুডু বলেন, ‘‘অভিযুক্তকে জেরা করা হচ্ছে। আর কোথায়, কোথায় কী করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
পুলিশ সূত্রের খবর, ধৃত টুম্পা ঘোষের বাড়ি শিলিগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডে, বর্ধমান রোড লাগোয়া ঘোষপাড়া এলাকায়। সে জমির কারবারও করে বলে পুলিশ জানতে পেরেছে। পুরসভা ভোটের আগে অবধি, তাকে শাসক দলের মিছিল-মিটিংয়ে দেখা যেত। গত কয়েক মাস ধরে যুবতী এলাকার রটায়, সে উত্তরকন্যায় চাকরি পেয়েছে। সকাল থেকে বিকেল অবধি সেখানেই কাজ করে। সে সুবাদেই ওই দুই মহিলাকে সে চাকরির টোপ দেয় বলে অভিযোগ। তদন্তকারী পুলিশ অফিসারদের সন্দেহ, আরও কেউ এই প্রতারণা চক্রের শিকার হয়ে থাকতে পারেন। এ ব্যাপারে বহু চেষ্টা করেও এ দিন মন্ত্রী মলয় ঘটকের প্রতিক্রিয়া মেলেনি। ফোন বেজে গিয়েছে। জবাব মেলেনি মেসেজের।