Malda

বন্দুক উঁচিয়ে প্রাণে মারার হুমকি তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে! মালদহে অভিযুক্ত ‘মত্ত’ পুলিশ অফিসার

এক পুলিশ অফিসারের বিরুদ্ধে নিজের সার্ভিস রিভলভার উঁচিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল মালদহে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২
Share:

(বাঁ দিকে) সবুজ জামা পরা ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন মোমিন । (ডান দিকে) এএসআই প্রশান্ত মিশ্র। ছবি: সংগৃহীত।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে নিজের সার্ভিস রিভলভার উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল মালদহে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মালদহের মানিকচক থানার সেই অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, মানিকচক থানার তরফে বিষয়টি জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছে ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মিল্কি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন এএসআই প্রশান্ত মিশ্রের সঙ্গে দেখা করতে মানিকচক থানায় গিয়েছিলেন। গত নভেম্বর মাসে মানিকচক থানা এলাকার অন্তর্গত চণ্ডীপুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক যুবক। সেই ঘটনার তদন্ত কত দূর এগিয়েছে, সে ব্যাপারেই তদন্তকারী অফিসার প্রশান্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোমিন। সাক্ষাতের পরেই প্রশান্ত নিজের সার্ভিস রিভলভার তাক করে মোমিনকে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মোমিনের অভিযোগ, প্রশান্ত ওই সময় থানায় ছিলেন না। থানা থেকে খবর পেয়ে তিনি তাঁর কোয়ার্টারে গিয়েছিলেন। সেখানে তাঁকে কিছু ক্ষণ বসতে বলা হয়েছিল। এর পর প্রশান্ত নিজেই তাঁকে ডেকেছিলেন ঘরে। সেখানে পথ দুর্ঘটনার তদন্তের ব্যাপারে জানতে চাওয়ায় তাঁকে গালিগালাজ করে হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন মোমিন। তাঁর দাবি, ওই সময় মত্ত অবস্থায় ছিলেন অভিযুক্ত পুলিশ অফিসার।

Advertisement

মোমিন বলেন, ‘‘স্রেফ কথা বলতেই গিয়েছিলাম। তখনই বন্দুক দেখিয়ে মেরে দেওয়ার হুমকি দেন। এক পুলিশ অফিসার যদি এক জন জনপ্রতিনিধির সঙ্গে এই দুর্ব্যবহার করতে পারেন, তা হলে সাধারণ মানুষ কী করবেন? আমরা এর বিচার চাই।’’

যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement