Dilip Ghosh

দিলীপের নামে নালিশ

সম্প্রতি মেদিনীপুর কোতোয়ালি থানায় আবার দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ চন্দন সাহা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ০৬:০৭
Share:

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

তাঁর কুকথা নিয়ে বিতর্ক হয়েছে বার বার। এ বার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল।

Advertisement

সম্প্রতি মেদিনীপুর কোতোয়ালি থানায় আবার দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ চন্দন সাহা। ‘চুরি-চামারি’ শব্দবন্ধে আপত্তি জানিয়েই ওই অভিযোগ হয়েছে। পুলিশ সূত্রে খবর, তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তদন্তও শুরু হয়েছে। চন্দনের দাবি, সম্প্রতি দিলীপ কেন্দ্রীয় দলের পরিদর্শন প্রসঙ্গে জেলায় এসে তৃণমূল নেতাদের উদ্দেশে মন্তব্য করেন, ‘‘যদি আপনাদের কোনও গন্ডগোল নেই, চুরি-চামারি করেননি, যে দলই আসুক না, কী যায় আসে!’’

ওই ‘চুরি-চামারি’ শব্দবন্ধেই আপত্তি চন্দনের। তাঁর ব্যাখ্যা, ‘‘আমরা জানি চুরিটা একটা সামাজিক অপরাধ। আইনত দণ্ডনীয়। কিন্তু চামারি শব্দের সঙ্গে চর্মকারদের জীবন-জীবিকা জড়িয়ে। আমার মনে হয়েছে, দিলীপবাবু ওই উক্তিটি করে, চুরির মতো একটা অপরাধের সঙ্গে ওই সম্প্রদায়কে জড়িয়ে দিয়েছেন।’’ এ প্রসঙ্গে দিলীপের প্রতিক্রিয়া, ‘‘দিলীপ ঘোষের বিরুদ্ধে ওরা আর কিছু করতে পারে‌ না। শুধু অভিযোগই করতে থাকে। যেখানে সেখানে কেস করে দেয়, না হলে পুলিশকে দিয়ে সুয়োমোটো করায়। আমি সত্য কথা সব সময় বলব। ‌চোরেদের চোর‌ বলব। ডাকাতদের ডাকাত বলব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement