manikchak

ডিজে বন্ধের ‘অপরাধে’ যুবককে পিটিয়ে খুন

মৃত পরিমল মণ্ডল (২৮) মানিকচকের চৌকি মিরজাদপুর পঞ্চায়েতের দামোদরপুরের বাসিন্দা ছিলেন। তিনি ডিজে বক্স ভাড়া দেওয়ার কাজ করতেন। মাত্র দু’মাস আগে তাঁর বিয়ে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৫
Share:

বাঁশ, লাঠি দিয়ে ওই ব্যাক্তিকে পিটিয়ে মারা হয়। প্রতীকী ছবি।

বিসর্জনের শোভাযাত্রার মাঝে ডিজে বক্স বন্ধ করে দেন মালিক। সে ‘অপরাধে’ তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের একাংশের বিরুদ্ধে। বুধবার রাতে মালহের মানিকচক থানার ছোট ধরমপুরে। পুলিশ দুই পুজো উদ্যোক্তাকে আটক করেছে।

Advertisement

সম্প্রতি, মোথাবাড়িতে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান আফজাল মোমিন খুন হন। যদিও পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “পুজোয় ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। ধরপাকড়ও করা হয়। এ দিনের ঘটনাতেও তদন্ত শুরু হয়েছে।”

মৃত পরিমল মণ্ডল (২৮) মানিকচকের চৌকি মিরজাদপুর পঞ্চায়েতের দামোদরপুরের বাসিন্দা ছিলেন। তিনি ডিজে বক্স ভাড়া দেওয়ার কাজ করতেন। মাত্র দু’মাস আগে তাঁর বিয়ে হয়। এ দিন সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স নিয়ে ছোট ধরমপুরে যান পরিমল। পরিবারের দাবি, ধর্মীয় স্থানের সামনে পরিমল ডিজে বক্স বন্ধ করে দেন। তাই, পুজো উদ্যোক্তাদের একাংশ তাঁকে বক্সের ভাড়া দিতে অস্বীকার করে বলে অভিযোগ। অভিযোগ, ভাড়ার টাকা চাওয়ায় তাঁকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement