Death

প্রেমিকের জন্মদিনে যাওয়ায় বাবার বকুনি, চন্দননগরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মঘাতী কিশোরী

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। স্ট্র্যান্ডে প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নম্রতা দাস নামে ওই কিশোরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০০:০৩
Share:

ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে নম্রতার দেহ। নিজস্ব চিত্র

প্রেমিকের জন্মদিন পালন করতে দেখে ফেলায় বকুনি দিয়েছিলেন বাবা-মা। ভয়ে বান্ধবীর ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল কিশোরী। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে।

Advertisement

চন্দননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, স্ট্র্যান্ডে প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নম্রতা দাস নামে ওই কিশোরী। নম্রতা চন্দননগরের পালপাড়া বালাজি গার্ডেন অ্যাপার্টমেন্টের বাসিন্দা। স্ট্র্যান্ডে প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন নম্রতাকে দেখে ফেলেন তাঁর বাবা মৃণালেন্দু দাস। ঘটনাস্থলেই তিনি মেয়েকে বকাবকি করেন। তখনই তাকে বাড়ি ফিরতে নির্দেশ দেন। কিন্তু পুলিশের দাবি, নম্রতা সেখান থেকে সরাসরি ফোন করে তাঁর এক বান্ধবীকে। অনুষ্ঠান ছেড়ে গঞ্জের বাজারের কাছে ওই বান্ধবীর ফ্ল্যাটে চলে যায় সে। আবাসনে ঢুকে সরাসরি ছাদে উঠে সেখান থেকে লাফ দেয় নম্রতা।

নম্রতার পড়ে যাওয়ার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাকে কাছেই চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। চন্দননগর কমিশনারেটের পুলিশ নম্রতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাস্থল থেকে মিলেছে নম্রতার মোবাইল এবং মানিব্যাগ।

Advertisement

আরও পড়ুন: গাড়িতে আচমকা আগুন, বরঞায় পুড়ে ছাই ট্রাক

আরও পড়ুন: মাদক বিক্রির অভিযোগে হাতেনাতে পাকড়াও যুবক, উদ্ধার হেরোইন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নম্রতার পুরুষসঙ্গীকে নিয়ে আগেও আপত্তি জানিয়েছিলেন তার বাবা। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নম্রতার ওই বন্ধুকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement