Death

পায়ে জড়ানো তার, উদ্ধার দম্পতির দেহ

পুলিশের অনুমান, মানসিক অবসাদে তাঁরা বিদ্যুতের তার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২০ ০৬:০৪
Share:

প্রতীকী ছবি।

দু’জনেই মেঝেতে পড়ে। দু’জনেরই পায়ে জড়ানো বিদ্যুতের তার। সেই তার গোঁজা ঘরের প্লাগ পয়েন্টে। শনিবার ভরদুপুরে চুঁচুড়ার তালডাঙার গুপ্তগলির একটি বাড়ি থেকে এ ভাবেই পড়ে থাকা এক বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের অনুমান, মানসিক অবসাদে তাঁরা বিদ্যুতের তার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা ওই দম্পতি। বাড়িতে আর কেউ থাকতেন না। তাঁদের দুই মেয়ে বিবাহিত। এক জন থাকেন চন্দননগরে, অন্য জন চুঁচুড়ায়। এ দিন সকাল থেকে দম্পতির সাড়াশব্দ না-পেয়ে পড়শিরা দুপুরে ওই বাড়িতে যান। দরজা ভেজানো ছিল। ঘরে ঢুকতেই তাঁরা দম্পতিকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মেয়েদেরও খবর দেওয়া হয়। পুলিশ এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দু’জনকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ দু’টি ময়না-তদন্তে পাঠায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement