(বাঁ দিক থেকে) কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
কেন্দ্রের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ চলছে। আবার বিরোধী জোটে তিনি কংগ্রেসের সঙ্গেও দূরত্ব রাখছেন। কিন্তু জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, দু’জনেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন। মোদী, রাহুল দু’জনেই তাঁদের এক্স-হ্যান্ডলে মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে আবার বাংলায় তৃণমূলনেত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
খাতায়-কলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি বলে নথিবদ্ধ থাকলেও তিনি নিজেই তাঁর বইতে লিখেছিলেন, তাঁর জন্মদিন দুর্গাপুজোর সময় বলে মায়ের কাছে শুনেছিলেন। তাঁর মা তাঁকে বলেছিলেন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন মমতার জন্ম হয়েছিল।
মোদী, রাহুল-সহ সকলেই অবশ্য আজ সরকারি খাতায়-কলমে জম্মতারিখ ধরে নিয়েই শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই শুভেচ্ছা জানিয়েছেন রাহুলও। কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন, মমতাদিদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’’ আম আদমি পার্টির অরবিন্দ কেজরীওয়াল থেকে এনসিপি-র সুপ্রিয়া সুলের মতো অন্যান্য দলের নেতানেত্রীরাও মমতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।