aggitation

Kalchini BDO: পাশ না করেও চাকরি কালচিনির বিডিও-র! টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের, বিক্ষোভ

আন্দোলনকারীরা টালিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে ঘটনার তদন্ত দাবি করছেন। তাঁরা অবিলম্বে বিডিও-র পদত্যাগও দাবি করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৫:৫১
Share:

বৃহস্পতিবার মঞ্চের তরফে পিএসসি অফিসের সামনে একটি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। নিজস্ব চিত্র

ডব্লিউবিসিএস প্রিলিমানারি পরীক্ষায় পাশ না করেও চাকারি পেয়েছেন কালচিনির বিডিও। এই অভিযোগে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল ‘দুর্নীতি মুক্ত মঞ্চ’ নামে এক সংগঠন। বৃহস্পতিবার মঞ্চের তরফে পিএসসি অফিসের সামনে একটি নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের পক্ষে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘২০১৭ ব্যাচে পাশ করা কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৬.৮৬৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। তা সত্ত্বেও তিনি মেন পরীক্ষায় বসেন।’’ বিষয়টি নিয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) জানতে চাওয়া হয়। তখন পিএসসি সেই তথ্য জানায়। আন্দোলনকারীদের প্রশ্ন, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ না করেও তিনি কী করে মেন পরীক্ষায় বসলেন? তাঁদের অভিযোগ, এই নিয়োগের পিছনের কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। আন্দোলনকারীরা টালিগঞ্জ অভিযোগ জানিয়ে ঘটনার তদন্ত দাবি করছেন। তাঁরা অবিলম্বে বিডিও-র পদত্যাগও দাবি করেছেন।

বিষয়টি নিয়ে কালচিনির বিডিও-র সঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাঁর মতামত জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement