Congress Protest

এনকাউন্টারের দাবি এ বার যুব কংগ্রেসের

সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে যুব কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২১
Share:

সন্দেশখালি ও নির্বাচনী বন্ডের প্রশ্নে যুব কংগ্রেসের বিক্ষোভ। কলকাতায়। — নিজস্ব চিত্র।

সন্দেশখালির ঘটনায় দোষীদের শাস্তি এবং নির্বাচনী বন্ডের তথ্য দ্রুত প্রকাশ্যে আনার দাবিতে রাস্তায় নামল যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের ডাকে শুক্রবার মিছিল হল প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবন থেকে মৌলালি পর্যন্ত। তার পরে মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। সেখানেই প্রদেশ যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিক দাবি করেন, ‘‘সন্দেশখালিতে যারা মহিলাদের উপরে নির্যাতন চালিয়েছে, তাদের দলমত না দেখে শাস্তি দিক সরকার। এদের এনকাউন্টার করে দেওয়া হোক! অভিযুক্তদের অবিলম্বে শাস্তি পাওয়া দরকার।’’ সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার যে রায় দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে যুব কংগ্রেস। আজ়হারের বক্তব্য, ‘‘কংগ্রেসকে কারা টাকা দিয়েছে, সেই নাম আমরা প্রকাশ করতে চেয়েছি। বিজেপিকে কারা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দিয়েছিল, সেই তালিকা তারা প্রকাশ্যে আনতে চাইছে না। বিজেপি এই সব তথ্য লুকোতে চায় কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement