Panchayat Election Case

সোমবার কলকাতা হাই কোর্টে ‘পঞ্চায়েত নির্বাচন’! আদালতে এক বেলায় ৭৩টি ভোট-মামলার শুনানি

সোমবার হাই কোর্টের শুনানির তালিকায় প্রায় ৭৩টি পঞ্চায়েত ভোট-মামলা রয়েছে। এর মধ্যে ২৬টি জনস্বার্থ মামলা। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে রয়েছে ২৮টি মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি সেনগুপ্তের বেঞ্চে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১৫:৪৩
Share:

কলকাতা হাই কোর্টের সোমবারের শুনানির তালিকা রয়েছে কমপক্ষে ৭৩টি পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা। এক দিনে ২৬টি মামলা শুনতে পারে উচ্চ আদালত। —ফাইল ছবি।

পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিষয়ে মামলার পাহাড় নিয়ে একাধিক বার অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। কিন্তু দিন দিন পঞ্চায়েত সংক্রান্ত মামলার সংখ্যা মোটেও কমেনি, উল্টে বেড়েই চলেছে। হাই কোর্টের সোমবারের শুনানির তালিকা রয়েছে কমপক্ষে ৭৩টি পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলা। এর মধ্যে অনেক জনস্বার্থ মামলাও রয়েছে। তালিকার বাইরেও কয়েকটি মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনজীবীদের একাংশের ধারণা, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে এত দিন পর্যন্ত মামলার সংখ্যা অনায়াসে শতাধিক পার করে দিয়েছে। তবে এক দিনে পঞ্চায়েতের ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে এর আগে দেখা যায়নি।

Advertisement

রাজ্যের পঞ্চায়েত ভোটের জন্য সোমবারের দিনটি হাই কোর্টে গুরুত্বপূর্ণ হতে পারে। ছুটির দিন বাদ দিয়ে উচ্চ আদালতের প্রতি দিন মামলার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা থেকেই নির্ধারিত হয় কোন মামলা কখন শুনানি হতে পারে। হাই কোর্টের সোমবারের তালিকা বলছে, পঞ্চায়েত ভোটের অন্তত ৭৩টি মামলা শুনানির তালিকায় রয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চে রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। সকাল সাড়ে ১০টা থেকে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাগুলির শুনানি শুরু হওয়ার কথা। শুরুতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ কয়েক জনের করা পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তি, কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলাগুলির শুনানি রয়েছে। গত শুনানিতে এই মামলাতেই হাই কোর্ট জানিয়েছিল, আদালতের নির্দেশের উপরেই জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে। সেই মতো রাজ্য নির্বাচন কমিশন জয়ীদের উদ্দেশে বিজ্ঞপ্তিও জারি করে। সোমবার পঞ্চায়েত ভোটে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মামলাটিরও শুনানি রয়েছে। এই মামলাটি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এ ছাড়া ভোটের শংসাপত্র দেওয়া হয়নি— এমন সব অভিযোগের একাধিক মামলার শুনানি রয়েছে। ওই দিন শুনানির তালিকায় রয়েছে রাজ্যে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদনও।

প্রধান বিচারপতির এজলাস ছাড়া বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে প্রায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার উদ্ধার হওয়া, ভুয়ো ব্যালট, ভোট বাতিল, ছাপ্পা ভোট, জয়ী প্রার্থী কে, তা নিয়ে বিতর্ক, ভোটের শংসাপত্র-সহ মামলাগুলি শুনানির তালিকায় রয়েছে। এ ছাড়া বিচারপতি সিংহের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তিনটি মামলার শুনানি রয়েছে। ওই মামলাগুলি বিচার করতে পারেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের যৌথ বেঞ্চ। সোমবার শুনানির তালিকায় প্রায় ১৬টি মামলা রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এখানে ভোট পরবর্তী হিংসা, বিরোধীদের উপর অত্যাচার, বিরোধী প্রার্থীদের প্রতি পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ, নিরাপত্তার আবেদনগুলির শুনানির জন্য রয়েছে। হাই কোর্টের আরও কয়েকটি বেঞ্চের শুনানির তালিকায় রয়েছে পঞ্চায়েত সংক্রান্ত মামলা।

Advertisement

এর আগে পঞ্চায়েত এবং এই সংক্রান্ত রাজনৈতিক মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি। ওই দিন পর পর কয়েকটি মামলার শুনানির প্রেক্ষিতে তাঁর মন্তব্য ছিল, ‘‘সারা দিন ধরে একই ধরনের এত মামলা শুনতে হচ্ছে যে, সাধারণ মানুষ ভাবছে আমরা হয়তো কাজ করছি না। অনেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন। কারণ, অন্য মামলা শুনতে সময় পাচ্ছি না।’’ যদিও ওই দিন সোমবারের মতো এত মামলা শুনানির তালিকায় ছিল না। তালিকায় এত মামলার শুনানি দেখে অনেকে মনে করছেন, সোমবার যেন পঞ্চায়েত নির্বাচন রয়েছে হাই কোর্টে। এক আইনজীবী বলছেন, তালিকায় থাকা সব মামলার অনেক সময় শুনানি হয় না। ওই দিন কতগুলি মামলার শুনানি হবে এবং আদালত কী নির্দেশ দেবে, তা অবশ্য সময়ই বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement