ট্রাক পিষে দিল সাত শ্রমিককে। —নিজস্ব চিত্র।
এ রাজ্যের ৭ দিনমজুরকে ট্রাক পিষে দিল ওড়িশার জাজপুরে। নিহতেরা উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। বাকিরা একই গ্রামের। মৃতেরা হলেন সুরজ মণ্ডল (৪৪), মহম্মদ আমিরুল আলি সর্দার ( ২৬), করিম সর্দার (২৬), মহম্মদ আমজাদ আলি সর্দার (২৬), মহম্মদ আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২) এবং মোয়াজ্জেম সর্দার (৩২)।
মাটিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি পোল্ট্রি ফার্মে কাজ করতেন নিহতেরা। তাঁরা মুরগি নিয়ে গিয়েছিলেন ওড়িশায়। সেখানে ঘটে দুর্ঘটনা। নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁরা বাজার করছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। তার জেরে ঘটনাস্থলে ৬ যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ভর্তি করানো হয় ওড়িশার কটক মেডিক্যাল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এই খবর পৌঁছতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। ৭ জনের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য ওড়িশা রওনা দিয়েছেন পরিবারের লোকজন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যেই ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। নিহতদের পরিবারের সকলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।