গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে তৃণমূল। তারা একটি আসন না পেলেও গোমন্তক পার্টি দুটি আসন পেয়েছে। ভোটের ফল প্রকাশের পর তারা বিজেপি-র দিকে ঝুঁকে রয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওটি ছিল ভোটে আগে জোট। ভোটের পর জোটসঙ্গী (গোমন্তক পার্টি) কী করবেন তা তাঁদের সিদ্ধান্ত। কিন্তু ওই জোট ছিল মানুষের জোট।’’
ফাইল চিত্র।
গোয়া বিধানসভা ভোটে তৃণমূলের ফলকে ইতিবাচক বলে মন্তব্য করলেন দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত রাজ্যে ৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। একটি আসন না পেলেও তাকেই সাফল্য বলে দেখতে চাইছেন তিনি।
মমতার যুক্তি, ‘‘গোয়ায় মাত্র তিন মাস কাজ করেছে তৃণমূল। তাতেই ৬ শতাংশ ভোট পেয়েছে দল। এটাই অনেক। একটাও বিধায়ক ছিল না আমাদের। মানুষের ভোট পেয়েছি।’’
প্রসঙ্গত গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে তৃণমূল। তারা একটি আসন না পেলেও গোমন্তক পার্টি দুটি আসন পেয়েছে। ভোটের ফল প্রকাশের পর তারা বিজেপি-র দিকে ঝুঁকে রয়েছে। এই প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওটি ছিল ভোটের আগে জোট। ভোটের পর জোটসঙ্গী (গোমন্তক পার্টি) কী করবেন তা তাঁদের সিদ্ধান্ত। কিন্তু ওই জোট ছিল মানুষের জোট।’’
প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে গোয়া থেকে ফেরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ফল নিয়ে তিনিও বিচলিত নন। তার প্রতিক্রিয়া, ‘‘মাত্র কিছু দিনের মধ্যেই আমরা গোয়ার মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সকলের কাছে হয়তো পৌঁছতে পারিনি। তবে ছয় শতাংশ ভোট পেয়েছি। আমাদের প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করবেন। চারটি আসনে অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। এমন কয়েকটি বিধানসভা রয়েছে যেখানে তৃণমূল তিন মাসের মধ্যে ৩০ শতাংশ ভোট পেয়েছে।’’
তবে গোয়ায় তৃণমূলে ফল শূন্য হলেও মাটি ছাড়ছেন না তাঁরা। অভিষেক বলেন,‘‘গোয়ার মানুষের কাছে আমরা বদ্ধপরিকর। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা করে দেখাব। আমরা গোয়ায় থাকব এবং ময়দানে লড়াই করব মানুষের স্বার্থে। ফলাফল পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’