ফাইল চিত্র।
বর্ষা দেরিতে এসেছে এ বার। কিন্তু প্রথম থেকে সে ভাবে তার দাক্ষিণ্য পায়নি কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। জুলাই মাসের প্রথম সপ্তাহেও ভারী বর্ষণের মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৫ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতি হয়েছে ৫২ শতাংশ। ওই সময়ের মধ্যে হাওড়ায় ৪৫ শতাংশ, হুগলিতে ২৭ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৩৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৪৩ শতাংশ, পুরুলিয়ায় ২৬ শতাংশ, বাঁকুড়ায় ৪২ শতাংশ, বীরভূমে ৬২ শতাংশ, মুর্শিদাবাদে ৬২ শতাংশ, নদিয়ায় ৫৯ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৫১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫২ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে।
গ্রাফিক শৌভিক দেবনাথ।
অন্য দিকে, উত্তরবঙ্গে এ বার নির্ধারিত সময়ের আগেই পা রেখেছিল বর্ষা। প্রবল বৃষ্টিতে ভিজেছে উত্তরের জেলাগুলি। ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে ৩১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কোচবিহারে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির পরিমাণ ৮০ শতাংশ। জলপাইগুড়িতে ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ১০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দার্জিলিঙে। তবে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি ১০ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৪৬ শতাংশ, মালদায় ৬৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য যে অনুকূল পরিস্থিতির প্রয়োজন হয় তা নেই, তাই আপাতত চলতি সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।