প্রতীকী ছবি
অনলাইনে আর্থিক প্রতারণার কায়দায় মেডিক্যাল অক্সিজেন সিলিণ্ডার বিক্রির নামে প্রতারণা দিল্লিতে। প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে কলকাতার সরশুনা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
করোনা কালে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ স্বাস্থ্য বিমা করে দেওয়ার নাম করে প্রতারণা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে দিল্লি পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতায় আসে দিল্লি পুলিশের একটি দল। ওই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সরশুনা থেকে উৎপল ঘোষ, সনু নন্দী এবং সৌমেন মণ্ডল নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের সাইবার শাখা। শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। এবং দিল্লি নিয়ে যাওয়ার জন্য ট্রানজিড রিমাণ্ডের আবেদন করা হবে বলে খবর। সূত্রের খবর ধৃত উৎপল ঘোষ প্রথম এই চক্রের সঙ্গে জড়ান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেটি প্রতারণার কাজে ব্যবহার করেন। তাঁর হাত ধরেই সনু এবং সৌমেন এই চক্রের সঙ্গে যোগ দেন বলে জানা গিয়েছে।