Damodar River

স্নান করতে নেমে দামোদরে তলিয়ে গেল রানিগঞ্জের ৩ স্কুল পড়ুয়া

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ এবং মেজিয়া থানার পুলিশ। তলব করা হয়েছে জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৯:৪৯
Share:

দামোদরে জারি তল্লাশি। নিজস্ব চিত্র

টিউশন থেকে বাড়ি ফেরার পথে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল একাদশ শ্রেণির ৩ ছাত্র। মঙ্গলবার রানিগঞ্জের মথুরাচণ্ডী ঘাটে স্নান করতে নামে তারা। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

Advertisement

রানিগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে টিউশন থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৪ পড়ুয়া দামোদরের পাড়ে ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে ৩ জন রোশন সিং, অভিষেক মিশ্র এবং অভিষেক মাহাতো দামোদরে নেমে পড়ে স্নান করতে। তবে এক জন বাড়ি ফিরে চলে যায়। কিন্তু তারা দুপুরেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাদের পরিবারের লোকজন। বাড়ি ফিরে যাওয়া ওই পড়ুয়ার কাছে বিষয়টি জানতে পেরে মথুরাচণ্ডী ঘাটে পৌঁছন সকলে। দামোদরের পাড়ে ৩ জনের জামাকাপড়ও দেখতে পাওয়া যায়। এর পর শুরু হয় তল্লাশি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ এবং মেজিয়া থানার পুলিশ। তলব করা হয়েছে জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকেও।

Advertisement

আরও পড়ুন: করোনার ১ বছর হল আজ, উহান থেকে শুরু, এখন বিশ্বে সাড়ে ৫ কোটি

আরও পড়ুন: নীলবাড়ি দখলে কোনও নিরীক্ষা নয়, পরীক্ষিত সৈনিকেই ভরসা মোদী-শাহর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement