—প্রতীকী ছবি।
কাজ দেওয়ার নাম করে যুবতীকে হুগলি থেকে ডেকে এনে দিন কয়েক আগে গণধর্ষণের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় গ্রেফতার তিন যুবক।
পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর সঙ্গে ওই যুবকের পরিচয় ফেসবুকে। ওই যুবক পূর্ব মেদিনীপুরের একটি হোটেলে কাজ করেন। যুবতীকে হোটেলে কাজ দেওয়ার নাম করে ডেকে পাঠিয়েছিলেন তিনি। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ওই যুবতী এসেছিলেন ডেবরায়। বালিচক স্টেশনে নামার পরেই ওই যুবকেরা তাঁকে একটি গাড়িতে তোলেন। এর পর চলন্ত গাড়ির মধ্যেই তিন বন্ধু মিলে যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনার পর কোনও ভাবে পালিয়ে ডেবরা থানায় পৌঁছোন নির্যাতিতা। থানায় গিয়ে তিনি তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে ডেবরা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতার হওয়া তিন যুবককে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছিল। বিচারক টিআই প্যারেডের জন্য ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই যুবতীর মেডিক্যাল করানো হয়েছে। সঙ্গে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।