ফাইল চিত্র।
শারীরিক অবস্থার পরীক্ষা করতে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আজ, মঙ্গলবার তাঁকে কলকাতায় নিয়ে আসার কথা ইডির। সে দিকে নজর থাকবে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
ইডি হেফাজতে পার্থ
সোমবার আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তাঁকে এ বার জেরা করবে ইডি। সেই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।
ইডি হেফাজতে অর্পিতা
সোমবার আদালত অর্পিতা মুখোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। তাঁকে এ বার জেরা করবে ইডি। আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
এসএসসি মামলার তদন্ত
এসএসসি মামলায় তদন্ত জারি রেখেছে ইডি এবং সিবিআই। ওই তদন্তের আপডেটের দিকে আজ নজর থাকবে।
বনমহোৎসবের উদ্বোধন
আজ বিকেলে বিধানসভা চত্বরে বনমহোৎসবের উদ্বোধন করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণ
আজ বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণ মামলার শুনানি কলকাতা হাই কোর্টে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
সোমবার রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন। রাজ্যে নতুন করে যত জন সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতা ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। আজ সংক্রমণ সংখ্যার দিকে নজর থাকবে।
দেশের সার্বিক কোভিড পরিস্থিতি
টানা পাঁচ দিন দেশ জুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের উপরে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা এক ধাক্কায় অনেকটাই কমে ১৭ হাজারের দোরগোড়ায়। দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কেরল ও মহারাষ্ট্র। আজ দেশে কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।
ব্রিটেনে প্রধানমন্ত্রিত্বের দৌড় এবং ঋষি সুনক
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রাথমিক যুদ্ধে জিতে, চূড়ান্ত পর্বের লড়াইয়ে ঢুকে পড়েছেন ঋষি সুনক। চূড়ান্ত নির্বাচন হতে এখনও বাকি রয়েছে। শেষ পর্যন্ত ঋষির সঙ্গে লড়াই হতে চলেছে লিজ ট্রাসের। এ বার চূড়ান্ত তথা শেষ ধাপের নির্বাচন কোন দিকে যায় আজ সে দিকে নজর থাকবে।