বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ

এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে তাঁর বাড়ি দখল করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের উত্তর তালদির বণিকপাড়ার ওই বাড়ির থেকে বৃদ্ধাকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যানিং থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গোবিন্দ সাঁপুই। ওই বৃদ্ধার জামাই পল্লব নন্দীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাত

ক্যানিং শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪২
Share:

মায়ারানি ঘোষ।

এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে তাঁর বাড়ি দখল করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের উত্তর তালদির বণিকপাড়ার ওই বাড়ির থেকে বৃদ্ধাকে বের করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যানিং থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গোবিন্দ সাঁপুই। ওই বৃদ্ধার জামাই পল্লব নন্দীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

এলাকায় গোবিন্দ একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও এই অভিযোগ অস্বীকার করে তালদির প্রধান তৃণমূলের কালিচরণ মাল বলেন, “গোবিন্দ সাঁপুই আমাদের দলের কর্মী নয়। এই রকম ঘটনা দলের তরফে মেনে নেওয়া হবে না। বৃদ্ধা যাতে ওই বাড়িতেই থাকতে পারেন তা দেখা হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটির মালিক ছিলেন সুনীল দেবনাথ নামে এক ব্যক্তি। ওই বাড়িতে প্রায় ১৫ বছর ধরে সপরিবারে থাকতেন মায়ারানি ঘোষ। তিনি এক সময়ে সুনীলবাবুকে দেখাশোনা করতেন। বছর চারেক আগে মারা যান সুনীলবাবু। তাঁর আত্মীয় স্বজন কেউ না থাকায় মায়ারানিদেবী তাঁর মেয়ে ও জামাই ওই বাড়িতেই থাকতেন। কিন্তু সুনীলবাবুর মৃত্যুর দু’বছর পর থেকেই ওই বাড়িটির দাবি নিয়ে আসতে শুরু করেন গোবিন্দ ও তার সাগরেদরা। ওই বাড়িটি সুনীলবাবুর কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন তাঁরা। কিন্তু আইনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি গোবিন্দরা। বেশ কিছু দিন ধরেই তাঁদেরকে ওই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন গোবিন্দ বলে অভিযোগ। তখন পল্লববাবুরা পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেন। বিষয়টি মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় পঞ্চায়েত। কিন্তু পরে এ বিষয়টি নিয়ে পঞ্চায়েত কোনও মীমাংসা করেনি বলে অভিযোগ। যদিও পঞ্চায়েত দাবি করে, বিষয়টি দু’পক্ষকে ডেকে মিটিয়ে দেওয়া হয়েছিল। ২৮ জানুয়ারি ফের গোবিন্দ তাঁদেরকে সাত দিনের মধ্যে ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। ওই দিনই থানায় একটি ডায়েরি করেন পল্লববাবু। কিন্তু এরপরেও থানা থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

Advertisement

বৃহস্পতিবার গোবিন্দ সাঁপুই এলাকার কয়েক জনকে নিয়ে ওই বাড়িতে চড়াও হন বলে অভিযোগ। মায়ারানিকে সপরিবার বাড়ির থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পল্লববাবু বলেন, “এ দিন হঠাত্‌ গোবিন্দ ও তার দলবল বাড়িতে এসে টানা-হ্যঁাচড়া করে আমাদের বের করে দেয়। তাদের ভয়ঙ্কর রূপ দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমাদের মেরেই ফেলবে।” বিকেলে মায়ারানিদেবীরা ওই এলাকারই অন্য একটি বাড়ি ভাড়া নেন। গোবিন্দ সাঁপুইয়ের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement